বায়ুমণ্ডলের স্তর

মহাশূন্যে রকেট পাঠানোর অন্যতম বাধা আসলে পৃথিবী নিজেই, পৃথিবীর অভিকর্ষ বল এবং বিভিন্ন স্তরের বায়ুমণ্ডল অতিক্রম করাই যেকোনো রকেটের জন্য বড় পরীক্ষা । বায়ুমণ্ডলের বিভিন্ন বৈশিষ্ট্যের (যেমন রাসায়নিক গঠন, বায়ুর চাপ, ঘনত্ব) উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে পাঁচটি স্তরে ভাব করা হয়।  পৃথিবীর এই বায়ুমণ্ডল মহাশূন্য থেকে আসা বিভিন্ন ধরনের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষ্যা করে।

ট্রপোস্ফেয়ার  Troposphere

স্ট্রাটোস্পেয়ার   Stratosphere

মেজোস্ফেয়ার  Mesosphere

থার্মোস্ফেয়ার  Thermosphere

এক্সোস্ফেয়ার  Exosphere

  • পৃথিবীর কক্ষপথ

    পৃথিবী থেকে দূরত্ব ও কক্ষপথের গড়নের উপর ভিত্তি করে কক্ষপথকে কয়েক ভাবে ভাগ করা যেতে পারে , যেমনঃ

    ১। নিম্ন-কক্ষপথ LEO (Low Earth Orbit)

    ২। মধ্য-কক্ষপথ MEO (Medium Earth Orbit)

    ৩। জিও GEO (Geo-Stationary / Synchronous Orbit)

    ৪। মলনিয়া কক্ষপথ (Molniya)

    ৫। লাগ্রাজ পয়েন্ট (L-Points)

    পৃথিবীর কক্ষপথ
  • কৃষ্ণ বিবর

    বিশাল এই মহাবিশ্বে আমাদের অবস্থান কোথায় ? অর্থাৎ এই পৃথিবী নামক গ্রহটি মহাবিশ্বের কোথায় অবস্থিত ? এর উত্তর খোঁজা শুরু হয়েছে অনেক পূর্ব থেকেই। কিন্তু শেষ পর্যন্ত— দেখা যাচ্ছে এই বিশাল মহাবিশ্বে পৃথিবী নামক গ্রহ খুঁজে বের করা সম্ভব নয়। কেননা পৃথিবী বিশাল এই মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত নয়। মহাবিশ্বেকে বুঝার জন্যে বা গবেষণার জন্যে আমরা পৃথিবীকে কেন্দ্র হিসেবে কল্পনা করি। পৃথিবীকে কেন্দ্র ধরেই আমাদের থেকে দূরে অবস্থিত সকল গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদির দূরত্ব নির্ধারণ করে থাকি।

  • নাসার টেলিস্কোপ দিয়ে আধরা বাদামি বামনের (Brown Dwarf ) সন্ধান

    নাসার Spitzer and Swift space telescopes যৌথভাবে প্রথমবারের মত গ্র্যাভিটেশনাল মাইক্রোল্যান্সনিং (gravitational microlensing) মাধ্যমে দূরবর্তী একটি নক্ষত্রের বাদামি বামন প্রকারের গ্রহের সন্ধান পেয়েছে।

  • টাইটানের হ্রদ

    শনির উপগ্রহ টাইটান , এই উপগ্রহে তরল হাইড্রোকার্বনের সমুদ্র ও হ্রদ হয়েছে। জানামতে পৃথিবীর ছাড়া শুধু টাইটানেই সমুদ্র ও হ্রদ পাওয়া গিয়েছে, ক্যাসিনি মিশনের পর্যবেক্ষণে তার প্রমাণ পাওয়া যায়। তাপমাত্রা প্রায় –180°C টাইটানের সমুদ্র প্রধানত তরল মিথেন ও ইথেনের। কিন্তু এই নিম্নাচল 'জলাধার' কিভাবে সৃষ্টি হল ?

  • শ্যারনের লাল রঙের রহস্য

    প্লুটোর সবচেয়ে বড় উপগ্রহ শ্যারনের মেরু এলাকা লালচে বর্ণের । অনেক বিশ্লেষণ ও পর্যবেক্ষণের পর এখন বিজ্ঞ্যানীরা এই রহস্যের সমধান করতে পেরেছেন। প্লুটোর বায়ুমণ্ডল থেকে মুক্তি পাওয়া মিথেন গ্যাস শ্যারনের মহাকর্ষ বলের প্রভাবে মেরু অঞ্চলে আটকে পড়ে ।

  • প্রোটনের জীবনকাল

    প্রকৃতির এক রহস্যের নাম "প্রোটনের জীবনকাল"

  • মহাকাশের আইন

    জাতিসংঘের তত্তাবধানে ১৯৬০/৭০ এর দশকে বিভিন্ন মহাকাশ সংক্রান্ত আইন প্রনয়ন , গৃহীত এবং কার্যকর করা হয়। মহাকাশ আইনের মূলনীতি হল, মহাকাশকে শান্তিপুর্নভাবে সকলের জন্য উন্মুক্ত রাখা এবং পারমাণবিক বোমা বা অন্যান্য মারাত্মক বোমা পরিবহন, পরীক্ষা , ব্যাবহার নিষিদ্ধ করন ।

  • মঙ্গল গ্রহে পানির সন্ধান

    অতি সম্প্রতি বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠে পানির অবস্থানের তথ্য দিয়েছেন। মঙ্গল গ্রহে এক সময় ছিল তরল পানির সাগর কিন্তু কোন কারনে ৩০০ কোটি বছর আগে এই পানি গ্রহ থেকে হারিয়ে যায়। মঙ্গল গ্রহের মেরু এলাকার বরফের কথা অনেক দিন থেকেই জানা কিন্তু ভূ-অভ্যন্তরে পানির সন্ধানের ঘটনা এই প্রথম।

    মঙ্গল গ্রহের ভূ-অভ্যন্তরে পানির সন্ধান