মঙ্গল গ্রহের ভূ-অভ্যন্তরে পানির সন্ধান

অতি সম্প্রতি বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠে পানির অবস্থানের তথ্য দিয়েছেন। মঙ্গল গ্রহে এক সময় ছিল তরল পানির সাগর কিন্তু কোন কারনে ৩০০ কোটি বছর আগে এই পানি গ্রহ থেকে হারিয়ে যায়। মঙ্গল গ্রহের মেরু এলাকার বরফের কথা অনেক দিন থেকেই জানা কিন্তু ভূ-অভ্যন্তরে পানির সন্ধানের ঘটনা এই প্রথম।

নাসা প্রেরিত Insight lander থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনিত হয়েছেন। Insight lander ২০১৮ সালে প্রেরন করা হয় এবং ২০২২ সাল পর্যন্ত চালু থাকে। এই মিশনের মাধ্যমে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের বিভিন্ন তথ্য উপাত্ত সগ্রহ করা হয়। ধারনা করা হয়, ভূপৃষ্ঠের পানি দিয়ে মঙ্গল গ্রহের সকল মহাসাগর পুর্ন করে দেওয়া সম্ভব। তবে এই পানি ব্যাবহার করা মোটেও সহজ নয়, পানি রয়েছে ভূপৃষ্ঠ থেকে ১১ থেকে ২০ কিমি গভীরে। এত গভীরে ড্রিলিং করা খুবই কঠিন। যেহেতু জীবন ধারনের জন্য পানি অত্যাবশ্যকীয় তাই ভূ-অভ্যন্তরে পানির আবিষ্কার কাছে বেশ আশাব্যঞ্জক।

Credit: James Tuttle Keane and Aaron Rodriquez, courtesy of Scripps Institution of Oceanography, Collected from news.berkley.edu

Published Date: 24/08/2024

তথ্যসুত্রঃ

[1] “Mars water: Liquid water reservoirs found under Martian crust.” Available: https://www.bbc.com/news/articles/czxl849j77ko. [Accessed: Aug. 24, 2024]

[2] R. Sanders, “Scientists find oceans of water on Mars. It’s just too deep to tap.,” Berkeley News, Aug. 12, 2024. Available: https://news.berkeley.edu/2024/08/12/scientists-find-oceans-of-water-on-mars-its-just-too-deep-to-tap/. [Accessed: Aug. 24, 2024]