শ্যারনের লাল রঙের রহস্য
নাসা প্রেরিত New Horizons মহাকাশযান ২০১৫ সালের জুনে প্লুটো গ্রহ অতিক্রম করে, মহাকাশযান থেকে প্রেরিত বিভিন্ন ছবি ও তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞ্যানীরা পর্যবেক্ষণ করেন প্লুটোর সবচেয়ে বড় উপগ্রহ শ্যারনের মেরু এলাকা লালচে বর্ণের । অনেক বিশ্লেষণ ও পর্যবেক্ষণের পর এখন বিজ্ঞ্যানীরা এই রহস্যের সমধান করতে পেরেছেন। প্লুটোর বায়ুমণ্ডল থেকে মুক্তি পাওয়া মিথেন গ্যাস শ্যারনের মহাকর্ষ বলের প্রভাবে মেরু অঞ্চলে আটকে পড়ে । তারপর সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে মিথেন গ্যাস আর ভারি হাইড্রো কার্বনে পরিবর্তিত হয় এবং অবশেষে লালচে বর্ণের থলিন্স নামে জৈব পদার্থে পরিণত হয়।
Ref:
Pluto ‘Paints’ its Largest Moon Red, NASA, http://www.nasa.gov/feature/pluto-paints-its-largest-moon-red , [15.09.2016]