নাসার টেলিস্কোপ দিয়ে আধরা বাদামি বামনের (Brown Dwarf ) সন্ধান

নাসার Spitzer and Swift space telescopes যৌথভাবে প্রথমবারের মত গ্র্যাভিটেশনাল মাইক্রোল্যান্সনিং (gravitational microlensing)  মাধ্যমে দূরবর্তী একটি নক্ষত্রের বাদামি বামন প্রকারের গ্রহের সন্ধান পেয়েছে।  যখন দুরবর্তি কোন নক্ষত্রের সম্মক্ষ্যে অন্য কোন গ্রহ বা মহাজাগতিক বস্তু অতিক্রম করে,  তখন লেন্সিং এর কারণে তারার আপাত উজ্জ্বলতা বৃদ্ধি পায় । 
Brown Dwarf বা বাদামি বামনের ভর বৃহস্পতি গ্রহের প্রায় ৮০ গুন হতে পারে, কিন্তু এই প্রকারের গ্রহের কেন্দ্রের তাপমাত্রা ও ঘনত্ব নক্ষত্র থেকে অনেক কম, যার কারণে কেন্দ্রে পারমানবিক বিক্রিয়া শুরু হতে পারে না।  

এই গবেষণায় ভূমিতে অবস্তিত টেলিস্কোপ এবং দুটি মহাশূন্যে অবস্তিত টেলিস্কোপএর তথ্য নেয়া হয়েছে। প্রাপ্ত তথ্য অ উপাত্ত বিশ্লেষণ করে বিজ্ঞ্যানীগন ধারনা করেন বাদামি বামন গ্রহ ও তার নক্ষত্রের দূরত্ব .25 AU to 45 AU. [ 1 AU- Astronomical Unit = পৃথিবী ও  সূর্যের গড় দূরত্ব ) , বামন  গ্রহের ভর প্রায় বৃহস্পতি থেকে  ৩০ থেকে ৬৫ গুন বেশি। 

মাইক্রো লেন্সিং এর ব্যাখ্যা

যখন কোন বড় মহাজাগতিক বস্তু কোন নক্ষত্রের সামনে দিয়ে অতিক্রম করে, তখন উৎস নক্ষত্র থেকে আগত আলোর পথকে ছড়িয়ে দেয় এবং আবার কেন্দ্রীভূত করে, নিচের চিত্র। এই কারণে অই সময় নক্ষত্রের আলোর উজ্জ্বলতা অনেক বেশি দেখা যায় ।


Reference:

  1. NASA Jet Propulsion Laboratory, Pasadena, Calif.  [11.11.2016] . NASA Space Telescopes Pinpoint Elusive Brown Dwarf.
    http://www.nasa.gov/feature/jpl/nasa-space-telescopes-pinpoint-elusive-brown-dwarf

  2.  NASA Cosmos Provides Astronomers with Planet-Hunting Tool. Picture of Microlensing. [2016]. Available link        http://www.nasa.gov/vision/universe/newworlds/microlensing.html