এক্সো- প্ল্যানেট : TOI-715 b সুপার পৃথিবী

গত জানুয়ারী মাসে (২০২৪ সালের) বিজ্ঞানীরা পৃথিবী থেকে মাত্র ১৩৭ আলোক বর্ষ দূরে একটি এক্সো-প্ল্যানেট সনাক্ত করেছেন।  এই গ্রহটির আকার, গঠন থেকে সুপার পৃথিবী শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়। এই গ্রহটির নাম TOI-715 b, পৃথিবী থেকে দেড়গুন বড় এবং সেই সৌরজগতের বাসযোগ্য অঞ্চলে (habitable zone) অবস্থিত। ধারনা করা হয় সেই সৌরজগতে আরও একটি পৃথিবীর মত গ্রহ রয়েছে কিন্তু সেটা এখনো নিশ্চিত নয়। বাসযোগ্য অঞ্চল বলতে বুঝায়, যেকোনো তারাজগতের অঞ্চল যেখানে তরল পানি থাকতে পারে, খুব উষ্ণ নয় আবার খুব শীতলও নয়, ঠিক এই রকম এলাকা। ধারনা করা হয়, এইধরনের এলাকায় অবস্থিত গ্রহে প্রানের অস্তিত্ব থাকা সম্ভব। বাসযোগ্য অঞ্চলের (habitable zone) সীমানা নির্ভর করে নক্ষত্রের ধরন, আকার ইত্যাদি বিষয়ের উপর।

এই গ্রহের তারা TOI-175 নামে পরিচিত, এটি একটি লাল বামন (red dwarf) নক্ষত্র, এই ধরনের তারা আকারে ছোট ও খুব উত্তপ্ত হয়না। এই গ্রহ তার নক্ষত্রকে কেন্দ্র করে মাত্র ১৯ দিনে একবার প্রদক্ষিন করে। TOI-715 b গ্রহ বাসযোগ্য অঞ্চলের গ্রহ হিসেবে মনে করা হয়, তার মানে ভবিষ্যতে James Webb Space Telescope এর মাধ্যমে আরও বিস্তারিত তথ্য উপাত্ত সংগ্রহ করা যাবে, যেমন বায়ুমণ্ডল রয়েছে কিনা, গ্রহের আকার ও অন্যান্য বৈশিষ্ট্য।

চিত্রঃ কাল্পনিক চিত্র TOI-715 b গ্রহের। Credit: NASA

Published: 31/8/2024

তথ্যসুত্রঃ

[1] B. P. B. Program NASA’s Exoplanet Exploration, “Discovery Alert: A ‘Super-Earth’ in the Habitable Zone,” Exoplanet Exploration: Planets Beyond our Solar System. Available: https://exoplanets.nasa.gov/news/1774/discovery-alert-a-super-earth-in-the-habitable-zone/. [Accessed: Aug. 31, 2024]