ক্যাসিনি হাইগেন মহাকাশযান
নাসা এবং ESA (european space agency) এর যৌথ উদ্যোগে নির্মিত এই মহাকাশযান। ক্যাসিনি - হাইগেন প্রধানত ২ টি ছোট মহাকাশযানের মিলিত রূপ, ক্যাসিনি ও হাইগেন। ক্যাসিনি অরবিটার নাসা নির্মিত মহাকাশযান যা কিনা শনি গ্রহ প্রদক্ষিণ করছে এবং বিভিন্ন তথ্য ও উপাত্ত সংগ্রহ করে চলছে।
অন্যদিকে হাইগেন প্রোব ( Probe) ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) নির্মিত শনির উপগ্রহ টাইটানে অবতরণের জন্য নির্মাণ করা হয়। ২০০৫ সালের ১৪ই জানুয়ারি হাইগেন টাইটানে সফল ভাবে অবতরণ করে।
ক্যাসিনি অরবিটার
কারিগরি তথ্য
বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র দিয়ে তৈরি
১২ টি বৈজ্ঞানিক যন্ত্র রয়েছে।
পৃথিবীর সাথে যোগাযোগের জন্য ১টি হাই-গেইন অ্যান্টেনা ও ২ টি লো-গেইন অ্যান্টেনা
অপ্টিকাল সেন্সিং যন্ত্র (Optical Sensing intruments)
Composite Infrared Spectrometer (CIRS)
Imaging Science Subsystem (ISS)
Ultraviolet Imaging Spectrograph (UVIS)
Visible and Infrared Mapping Spectrometer (VIMS)
ফিল্ডস ও অন্যান্য তরঙ্গ পরিমাপের জন্য (Fields , particle and waves)
Cassini Plasma Spectrometer (CAPS)
Cosmic Dust Analyzer (CDA)
Ion and Neutral Mass Spectrometer (INMS)
Magnetometer (MAG)
Magnetospheric Imaging Instrument (MIMI)
Radio and Plasma Wave Science (RPWS)
মাইক্রো-ওয়েভ রিমোট সেন্সিং (Microwave remote sensing)
Radar
Radio Science Subsystem (RSS)
হাইগেন প্রোব
অন্যদিকে হাইগেন প্রোব ( Probe) ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) নির্মিত শনির উপগ্রহ টাইটানে অবতরণের জন্য নির্মাণ করা হয়। ২০০৫ সালের ১৪ই জানুয়ারি হাইগেন টাইটানে সফল ভাবে অবতরণ করে।
Reference
১। ক্যাসিনি অরবিটার , নাসা
https://saturn.jpl.nasa.gov/mission/spacecraft/cassini-orbiter/
২। হাইগেন প্রোব , নাসা
https://saturn.jpl.nasa.gov/mission/spacecraft/huygens-probe/
৩। তথ্য মূলক ছবি , নাসা
http://www.jpl.nasa.gov/infographics/infographic.view.php?id=10730