ক্যাসিনি হাইগেন মহাকাশযান

নাসা এবং ESA (european space agency) এর যৌথ উদ্যোগে নির্মিত এই মহাকাশযান। ক্যাসিনি - হাইগেন প্রধানত ২ টি ছোট মহাকাশযানের মিলিত রূপ, ক্যাসিনি ও হাইগেন। ক্যাসিনি অরবিটার নাসা নির্মিত মহাকাশযান যা কিনা শনি গ্রহ প্রদক্ষিণ করছে এবং বিভিন্ন তথ্য ও উপাত্ত সংগ্রহ করে চলছে।

অন্যদিকে হাইগেন প্রোব ( Probe) ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) নির্মিত শনির উপগ্রহ টাইটানে অবতরণের জন্য নির্মাণ করা হয়। ২০০৫ সালের ১৪ই জানুয়ারি হাইগেন টাইটানে সফল ভাবে অবতরণ করে।

ক্যাসিনি অরবিটার


কারিগরি তথ্য

  • বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র দিয়ে তৈরি

  • ১২ টি বৈজ্ঞানিক যন্ত্র রয়েছে।

  • পৃথিবীর সাথে যোগাযোগের জন্য ১টি হাই-গেইন অ্যান্টেনা ও ২ টি লো-গেইন অ্যান্টেনা

  • অপ্টিকাল সেন্সিং যন্ত্র (Optical Sensing intruments)

    • Composite Infrared Spectrometer (CIRS)

    • Imaging Science Subsystem (ISS)

    • Ultraviolet Imaging Spectrograph (UVIS)

    • Visible and Infrared Mapping Spectrometer (VIMS)
       

  • ফিল্ডস ও অন্যান্য তরঙ্গ পরিমাপের জন্য (Fields , particle and waves)

    • Cassini Plasma Spectrometer (CAPS)

    • Cosmic Dust Analyzer (CDA)

    • Ion and Neutral Mass Spectrometer (INMS)

    • Magnetometer (MAG)

    • Magnetospheric Imaging Instrument (MIMI)

    • Radio and Plasma Wave Science (RPWS)

 

  • মাইক্রো-ওয়েভ রিমোট সেন্সিং (Microwave remote sensing)

    • Radar

    • Radio Science Subsystem (RSS)

হাইগেন প্রোব

অন্যদিকে হাইগেন প্রোব ( Probe) ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) নির্মিত শনির উপগ্রহ টাইটানে অবতরণের জন্য নির্মাণ করা হয়। ২০০৫ সালের ১৪ই জানুয়ারি হাইগেন টাইটানে সফল ভাবে অবতরণ করে।

Reference

১। ক্যাসিনি অরবিটার , নাসা

https://saturn.jpl.nasa.gov/mission/spacecraft/cassini-orbiter/

২। হাইগেন প্রোব , নাসা

https://saturn.jpl.nasa.gov/mission/spacecraft/huygens-probe/

৩। তথ্য মূলক ছবি , নাসা

http://www.jpl.nasa.gov/infographics/infographic.view.php?id=10730