টাইটানের হ্রদ

শনির উপগ্রহ টাইটান , এই উপগ্রহে তরল হাইড্রোকার্বনের সমুদ্র ও হ্রদ হয়েছে। জানামতে পৃথিবীর ছাড়া শুধু টাইটানেই সমুদ্র ও হ্রদ পাওয়া গিয়েছে, ক্যাসিনি মিশনের পর্যবেক্ষণে তার প্রমাণ পাওয়া যায়। তাপমাত্রা প্রায় –180°C টাইটানের সমুদ্র প্রধানত তরল মিথেন ও ইথেনের। কিন্তু এই নিম্নাচল 'জলাধার'  কিভাবে সৃষ্টি হল ?

 ক্যাসিনি দুই ধরনের  ফর্ম সনাক্ত করেছে, একটি হল কয়েকশ কিলোমিটার ব্যাপী  সমুদ্র যার গভীরতা কয়েকশ মিটার , নদীর মত শাখা - প্রশাখা দিয়ে যুক্ত ।   আরেক ধরনের নিম্নাঞ্চল ছোট ও অগভীর , গোলাকার তীর ও খাড়া প্রাচীর ঘেরা , সাধারণত এই ধরনের নিন্মাঞ্চল সমতল ভূমিতে পাওয়া যায়।  অনেক শূন্য নিন্মাঞ্চলও দেখা যায়।

 কিন্তু ঠিক কিভাবে হ্রদের আধার এই নিম্নাচল প্রথমে গঠিত হল , সেটা নিশ্চিত নয় বিজ্ঞ্যানীরা ।

এই উত্তর খুঁজার জন্য বিজ্ঞ্যানীরা পৃথিবীর দিকে দৃষ্টি দিয়েছেন, টাইটানের হ্রদের সাথে পৃথিবীর ভুপৃষ্টে সঙ্ঘটিত karstic landform  মিল রয়েছে। এই ধরনের ভুচিত্রের কারণ, দ্রবীভূত শিলা (লাইমস্টোন ও জিপসাম  ) ভুজলে ও বৃষ্টি প্রবাহের কারণে সৃষ্ট ক্ষয় ।

ভুপৃষ্টের এই ক্ষয়ের হার  কতগুলু কারণের উপর নিরভ্র করে, যেমন, বৃষ্টিপাতের হার এবং ভুপৃষ্টের তাপমাত্রা। ESA একদল গবেষক টাইটানের সকল বৈশিষ্য পর্যালোচনা করে এই সিধান্তে উপনীত হয় যে, টাইটানের মেরু অঞ্চলের অধিক বৃষ্টিপ্রবণ এলাকায়, ১০০ মিটার নিম্নাঞ্চল সৃষ্টি হতে প্রায় ৫ কোটি বছর সময় লাগবে।

​সূত্র

 http://www.esa.int/Our_Activities/Space_Science/Dissolving_Titan

Karst: Karst topography is a landscape formed from the dissolution of soluble rocks such as limestone, dolomite, and gypsum. It is characterized by underground drainage systems with sinkholes, dolines, and caves. It has also been documented for weathering-resistant rocks, such as quartzite, given the right conditions.