নতুন গ্রহ : প্রক্সিমা-বি
সৌরজগতের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী আলফা সেন্টুরি ( ২ টি নক্ষত্র , A & B) ও প্রক্সিমা সেন্টুরি । একসাথে এই নক্ষত্রমণ্ডলীকে আলফা সেন্টুরি ও বলা হয়। আলফা সেন্টুরি ৩ টি তারা নিয়ে গঠিত, আলফা সেন্টুরি - A , আলফা সেন্টুরি - B এবং প্রক্সিমা সেন্টুরি। এর মধ্যে আলফা সেন্টুরি A and B - নিজেদের সাধারণ (Common centre of gravity) কেন্দ্রে আবর্তন করে, প্রক্সিমা সেন্টুরি আকারে বেশ ছোট এবং দূরবর্তী, প্রক্সিমা সেন্টুরি আলফা সেন্টুরি-A &B দুইটি নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করে। এই প্রসঙ্গে একটি কথা বলা জরুরি , মহাবিশ্বের অধিকাংশ সৌরজগত একাধিক নক্ষত্র নিয়ে গঠিত, সেই দিক থেকে আমাদের সৌরজগত একটু আলাদা।
২০১৬ সালের ২৫শে অগাস্ট ন্যাচার জার্নালে প্রকাশিত প্রবন্ধে জ্যোতির্বিজ্ঞানীরা এই তথ্য প্রকাশ করেন। জ্যোতির্বিজ্ঞানীরা ESO (European Southern Observatory) টেলিস্কোপ ও অন্যান্য উপায়ে প্রক্সিমা সেন্টুরিকে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে উপনীত হন।
নতুন আবিষ্কৃত গ্রহ, যার নাম প্রক্সিমা b, প্রক্সিমা সেন্টুরি নক্ষত্র থেকে মাত্র ৭০ লক্ষ কিমি দুরে। প্রক্সিমা b প্রতি ১১.২ দিনে নক্ষত্রকে একবার আবর্তন করে ( প্রক্সিমা b এর ১ বছর ), আকারে পৃথিবীর প্রায় ১.৩ গুন বড় এই নতুন গ্রহ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে প্রক্সিমা-বি তে পানি থাকার সম্ভাবনা অসম্ভব নয়।
Reference:
Planet Found in Habitable Zone Around Nearest Star. ESO (European Southern Observatory) . eso1629 — Science Release. http://www.eso.org/public/news/eso1629/
Proxima Centauri and its planet compared to the Solar System. ESO. 24.10.2016. http://www.eso.org/public/images/eso1629c/
The sky around Alpha Centauri and Proxima Centauri (annotated). ESO. http://www.eso.org/public/images/eso1629f/