এক্সো-প্ল্যানেট GJ 1132b বায়ুমণ্ডলের সন্ধান
পৃথিবী থেকে প্রায় ৩৯ আলোকবর্ষ দুরে অবস্থিত এবং পৃথিবী থেকে ১.৪ গুন বড় গ্রহে বায়ুমণ্ডলের প্রমাণ পাওয়া গিয়েছে। সৌরজগতের বাইরে অবস্থিত কোন গ্রহে এই প্রথম বায়ুমণ্ডলের প্রমাণ পাওয়া গেল। বিজ্ঞানীদের ধারনা বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বা মিথেন রয়েছে ( অথবা পানি-মিথেন ) । কিন্তু এই গ্রহে প্রাণ থাকা কঠিন, গ্রহের তাপমাত্রা প্রায় ৩৭০ ডিগ্রি সেলসিয়াস, জানা মতে পৃথিবীতে ১২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় প্রাণ থাকা সম্ভব।
২০১৫ সালে গ্রহ GJ 1132b চিলিতে অবস্থিত টেলিস্কোপ থেকে প্রথম সনাক্ত করা হয়, গ্রহটি ট্রানজিট পদ্ধতি ব্যাবহার করে সনাক্ত করা হয়েছিল। ট্রানজিট পদ্ধতিতে কোন গ্রহ যখন নক্ষত্রের মধ্য দিয়ে অতিক্রম করে তখন আলোর উজ্জ্বলতা কমে যায়, সেই কমে যাওয়া উজ্জ্বলতা পরিমাপ করে গ্রহের বিভিন্ন বৈশিষ্ট্য নির্ণয় করা যায়।
GJ 1132b গ্রহ নিজের নক্ষত্র GJ 1132b আকারে আমাদের সূর্য থেকে ছোট, এই নক্ষত্রের তাপমাত্রা মাত্র ৩০০০ ডিগ্রি সেলসিয়াস এর মত।
গবেষকদের মতে, গ্রহের এই উচ্চ তাপমাত্রায় ( ৩৭০ ডিগ্রি) প্রাণ ধারণের জন্য মতে উপযোগী নয় কিন্তু বায়ুমণ্ডলের অস্তিত্ব সনাক্ত করা মহাশূন্যে প্রাণের অনুসন্ধানের ক্ষেত্রে নটন মাত্রা নিয়ে আসবে ।
GJ 1132b গ্রহের তথ্য:
নক্ষত্র আবর্তনের সময় ( বছর) - ১.৬২৮৯৩ দিন (পৃথিবীর দিনের হিসেবে )
প্রকাশ ৭ই মে, ২০১৭
Sources
Detection of the Atmosphere of the 1.6 M ⊕ Exoplanet GJ 1132 b, published Published 2017 March 31. http://iopscience.iop.org/article/10.3847/1538-3881/aa6477/meta
Atmosphere found around Earth-like planet GJ 1132b, BBC. http://www.bbc.com/news/science-environment-39521344
Venus-like Exoplanet Might Have Oxygen Atmosphere, But Not Life.2016-18. https://www.cfa.harvard.edu/news/2016-18