HD11067 – একটি আদর্শ সৌরজগত

২০২০ সালে বিজ্ঞানীরা পৃথিবী থেকে মাত্র ১০৫ আলোকবর্ষ দূরে নক্ষত্র HD 110067 তে ২টি গ্রহ আবিষ্কার করে নাসা TESS ( Transiting Exoplanet Survey Satellite ) প্রেরিত স্যাটেলাইট দিয়ে।  প্রথম দিকে শুধুমাত্র ২টি গ্রহ সনাক্ত করা হয়, পরে আরও ৪টি গ্রহ আবিষ্কার করা হয়, মোট ৬টি গ্রহ রয়েছে বলে প্রমান পাওয়া যায়। আরও ২টি গ্রহ সনাক্ত করা হয়েছে কিন্তু সেগুলু আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষায় আছে এখনো । সবগুলো গ্রহ ধারনা করা হয় সাব-নেপচুন বা ছোট নেপচুন। এই ধরনের গ্রহ নেপচুন গ্রহের মতই অনেকটা, কঠিন ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডল রয়েছে।

তবে  আকর্ষণীয় ব্যাপার হল, এই গ্রহগুলুর মধ্যে এক ধরনের অদ্ভুত মিল রয়েছে, যা বিজ্ঞ্যানিরা বলেন অরবিটাল অনুরণন (resonance)। যেমন, প্রথম কাছের ২টি গ্রহের পর্যায়কাল , প্রথম গ্রহ যখন ২ বার নক্ষত্রকে পরিভ্রমন করে ঠিক সেই সময়ে দ্বিতীয় গ্রহ ৩ বার পরিভ্রমন করে, এই ধরনের অনুরণনকে বলে ৩/২ অনুরণন।  আবার নক্ষত্রমণ্ডলীর বাইরের দিকের গ্রহের অনুরণন ৪/৩, তার মানে প্রতি ৪ বার আবর্তনের সময়ে পরের গ্রহটি ৩ বার আবর্তন করে । গ্রহগুলু কেমন একটি অদ্ভুত ছন্দে চলে বেড়াচ্ছে। আনুমান করা হয়, হয়ত গ্রহগুলু ঠিক এভাবেই আবর্তন করে বেড়াচ্ছে সেই সৃষ্টির শুরু থেকে। গ্রহগুলুর এই ধরনের স্থিতিশীল পর্যায়কাল দেখে আনুমান করা যায়, এই নক্ষত্রমণ্ডলীতে সংঘর্ষ, ভাঙ্গা-গড়া হয়ত হয়নি, যা একটু ব্যাতিক্রম। গ্রহগুলুর এই রকম স্থিতিশীল আবর্তন, ছন্দময় পর্যায়কাল দেখে অনেক বিজ্ঞানীরা বলেন এটা একটি আদর্শ তারাজগত।   যেমন আমাদের সৌরজগত অনেক চরাই উৎরাই , ভাঙ্গাগড়ার মধ্য দিয়ে পার হয়ে আজকের এই অবস্থায় এসেছে।    

দূরত্ব ১০৫ আলোকবর্ষ

নক্ষত্রঃ HD110067

গ্রহের সংখাঃ ৬টি

আবিস্কারের পদ্দতিঃ ট্রানজিট (  by TESS and CHEOPS)

গ্রহের ব্যাসার্ধঃ পৃথিবী থেকে 1.94 to 2.85 গুন

Published date: 2nd June 2024.

তথ্যসুত্রঃ

[1] “Discovery Alert: Watch the Synchronized Dance of a 6-Planet System - NASA Science.” Available: https://science.nasa.gov/missions/tess/discovery-alert-watch-the-synchronized-dance-of-a-6-planet-system/. [Accessed: May 24, 2024]

[2] “Astronomers discover six planets in perfect balance.” Available: https://www.skyatnightmagazine.com/news/hd110067-exoplanets-orbital-resonance. [Accessed: May 24, 2024]

[3] “NASA Exoplanet Archive.” Available: https://exoplanetarchive.ipac.caltech.edu/overview/HD%20110067. [Accessed: May 24, 2024]

[4] By ESA, CC BY-SA IGO 3.0, CC BY-SA 3.0 igo, https://commons.wikimedia.org/w/index.php?curid=141636590