ইউরোপা ক্লিপার (Europa Clipper)

চিত্রঃ ইউরোপা ক্লিপার নভোযান। Credit: NASA

ইউরোপা ক্লিপার

সৌরজগতে রয়েছে ৮টি গ্রহ, ৫টি বামন গ্রহ ও কয়েকশত উপগ্রহ। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি, বৃহস্পতির রয়েছে ৯৫টি উপগ্রহ, অনেকটা বৃহস্পতি নিজেই একটি ছোট সৌরমণ্ডল। তবে এতগুলো উপগ্রহের মধ্যে ইউরোপার অনেকটাই আলাদা। ইউরোপার মধ্যে লুকিয়ে আছে সৌরজগতের অনেক আজানা তথ্য, হয়তবা প্রানের অস্তিত্তের ব্যাপারেও নতুন কিছু জানা যেতে পারে। আর এইসব প্রশ্নের উত্তর খুঁজার জন্যই ২০২৪ সালের অক্টোবর মাসে নতুন নভোযান পাঠানো হয়েছে ইউরোপার অভিমুখে।

বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ হলো ইউরোপা । বিভিন্ন কারনে এই উপগ্রহ বিজ্ঞানীদের  কাছে বেশ আকর্ষণীয়। এর কারন হলো, অনেকে মনে করেন, এই উপগ্রহে প্রান ধারনের মত উপযুক্ত পরিবেশ রয়েছে, সে প্রান হয়ত পৃথিবীর মত এত জটিল না, সেটা হতে পারে অত্যন্ত খুদ্র।  প্রান ধারনের জন্য বেশ কিছু উপাদানের প্রয়োজন, যেমন পানি, রাসায়নিক উপাদান, শক্তির উৎস এবং পর্যাপ্ত সময়। প্রান ধারনের জন্য পানি আবশ্যকীয়, ইউরোপা উপগ্রহে রয়েছে লবণাক্ত সাগর, এই উপগ্রহে রয়েছে বিভিন্ন গুরুত্তপুর্ন রাসায়নিক উপাদান যেমন সালফার, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। আরেকটি গুরুত্তপুর্ন ব্যাপার হলো শক্তির উৎস, পৃথিবীর শক্তির উৎস হলো সূর্য , কিন্তু সূর্য থেকে এত দূরে ইউরোপা  উপগ্রহে সূর্যের তাপ খুবই সীমিত । ইউরোপার শক্তির উৎস হলো বৃহস্পতি গ্রহের মহাকর্ষ বল ।  এই ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তরের জন্যই এই মিশন - ইউরোপা ক্লিপার।

এই মিশন অনেক ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করবে, তবে মিশনের তিনটি প্রধান লক্ষ্য রয়েছে, সেগুলো হলোঃ

১। বরফের পুরুত্ব নির্ণয় ও বরফের স্তরের নিচের সাগরের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ

২। ইউরোপা উপগ্রহের গঠন অনুসন্ধান

৩। ইউরোপার ভূতত্ত্ব গবেষণা করা

মিশন

২০২৪ সালের অক্টোবর মাসে এই মিশনের যাত্রা শুরু হওয়ার কথা। এটি একটি দীর্ঘ মেয়াদী মিশন, ২০২৪ সালে যাত্রা শুরু করা এই নভোযান ২০৩১ সালে ইউরোপার কাছাকাছি পৌছাতে সক্ষম হবে। যাত্রাপথটি একটু জটিল, প্রথমে নভোযানটি মঙ্গল গ্রহে ফ্লাই-বাই করবে, এই ফ্লাই-বাই এর কারনে মঙ্গল গ্রহের মহাকর্ষ বলের প্রভাবে নভোযানটি গতি লাভ করবে। গ্রহের মহাকর্ষ বলের প্রভাবে নভোযানের গতি লাভ করার পদ্দতি গ্রাভিটি-এসিস্ট (Gravity Assist) নামে পরিচিত। ২০২৫ সালের ফেব্রুয়ারী মাসে মঙ্গল গ্রহে ফ্লাই-বাই করার কথা। তারপর ২০২৫ সালে ডিসেম্বর মাসে ইউরোপা ক্লিপার পৃথিবীর কক্ষপথে ফিরে আসবে পৃথিবীকে ফ্লাই-বাই করার জন্য। তারপর নভোযানটি বৃহস্পতি গ্রহের অভিমুখে লম্বা যাত্রা শুরু করবে। প্রায় ৫ বছর যাত্রা করার পর, ২০৩০ সালে নভোযানটি বৃহস্পতি গ্রহের কক্ষপথে প্রবেশ করবে এবং ২০৩১ সালে বৈজ্ঞানিক গবেষণাধর্মী কাজ শুরু করবে। সবকিছু পরিকল্পনামত চললে ২০৩৪ সালের সেপ্টেম্বর মাসে এই মিশনের সমাপ্তি ঘটবে।

নভোযান

ইউরোপা ক্লিপার নভোযানটি আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতিতে সজ্জিত মহাকাশযান। নভোযানের ভর প্রায় ৬ মেট্রিকটন , তারমাঝে অর্ধেক শুধু জ্বালানি (২.৭৫ মেট্রিকটন)। নভোযানে রয়েছে ৯টি বৈজ্ঞানিক যন্ত্রপাতি, আবার মহাকর্ষ বিজ্ঞান পরীক্ষা নিরিক্ষা ও বেতার যোগাযোগের জন্য রয়েছে আলাদা যন্ত্রপাতি।  এদের মধ্যে রয়েছে, ক্যামেরা , স্পেক্ট্রোগ্রাফ যা দ্বারা বিভিন্ন তরঙ্গে পরিমাপ করা যায়, রয়েছে প্লাজমা ও চৌম্বকক্ষেত্র পরিমাপের যন্ত্র, আরও রয়েছে রাসায়নিক বিশ্লেষণের জন্য যন্ত্রপাতি।

যন্ত্রপাতিগুলু হলোঃ

Europa Imaging System (EIS)

Europa Thermal Emission Imaging System (E-THEMIS)

Europa Ultraviolet Spectrograph (Europa-UVS)

Mapping Imaging Spectrometer for Europa (MISE)

Europa Clipper Magnetometer (ECM)

Plasma Instrument for Magnetic Sounding (PIMS)

Radar for Europa Assessment and Sounding: Ocean to Near-surface (REASON)

MAss Spectrometer for Planetary EXploration/Europa (MASPEX)

SUrface Dust Analyzer (SUDA)

প্রসঙ্গত উল্লেখ্য, ইউরোপার মহাকর্ষ বল পরিমাপের জন্য নভোযানের রেডিও এন্টেনা ব্যাবহার করা হবে।

বৃহস্পতি গ্রহের রয়েছে অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র, আর ইউরোপা ক্লিপারের সুক্ষ্য ইলেক্ট্রনিক যন্ত্রপাতিতে রক্ষ্যা করার জন্য থাকবে টাইটানিয়াম ও এলোমুনিয়ামের তৈরি বিশেষ রেডিয়েশন ভল্ট। এধরনের রেডিয়েশন ভল্ট অতীতে অন্য নভোযানে ব্যাবহার করা হয়েছে যেমন জুনো মিশনে।

Bibliography/তথ্যসুত্রঃ

 

[1] “NASA’s Europa Clipper,” NASA’s Europa Clipper. Available: https://europa.nasa.gov/. [Accessed: Aug. 03, 2024]

[2] https://www.jpl.nasa.gov, “Europa Clipper,” NASA Jet Propulsion Laboratory (JPL). Available: https://www.jpl.nasa.gov/missions/europa-clipper. [Accessed: Aug. 03, 2024]

[3] “Overview | Mission,” NASA’s Europa Clipper. Available: https://europa.nasa.gov/mission/about. [Accessed: Aug. 03, 2024]

[4] “Evidence for an Ocean | Why Europa,” NASA’s Europa Clipper. Available: https://europa.nasa.gov/why-europa/evidence-for-an-ocean. [Accessed: Aug. 03, 2024]

[5] “Gravity/Radio Science | Instruments,” NASA’s Europa Clipper. Available: https://europa.nasa.gov/spacecraft/instruments/gravity-radio-science. [Accessed: Aug. 03, 2024]

[6] “Ingredients for Life | Why Europa,” NASA’s Europa Clipper. Available: https://europa.nasa.gov/why-europa/ingredients-for-life. [Accessed: Aug. 03, 2024]

Published: 3rd Aug 2024

(Updated: 15 Oct 2024)