GLONASS – গ্লোনাস স্যাটেলাইট নেভিগেশন
পৃথিবীব্যাপী স্যাটেলাইট নেভিগেশন সার্ভিস প্রদান করে ৩টি সিস্টেম, যুক্তরাষ্ট্রের জি-পি-এস, ইউরোপের গালিলিও এবং রাশিয়ার গ্লোনাস । এই অংশে গ্লোনাস নিয়ে সংক্ষেপে আলোচনা করা হবে । গ্লোনাস প্রথম পরীক্ষামূলক ভাবে চালু হয় ১৯৮২ সালে এবং ১৯৯৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়। সম্পূর্ণভাবে ২৪ টি স্যাটেলাইট চালু হয় ১৯৯৫ সাল থেকে। বর্তমানে গ্লোনাস প্রায় ৩ মিটারের মধ্যে সঠিক অবস্থান প্রদান করতে পারে গ্রাহককে।
নিচে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো-
কক্ষপথের উচ্চতা – ১৯,১০০ কিমি
কক্ষপথের কোন (inclination) – ৬৪.৮ ডিগ্রি ( বিষুবরেখার সাথে )
আবর্তন কাল – ১১ ঘণ্টা ১৫ মিনিট ৪৪ সেকেন্ড ( পৃথিবীকে আবর্তনের সময় )
স্যাটেলাইটের সংখা – ২৪ টি (৩টি কক্ষ-তলে orbital plane, প্রতি তলে ৮টি স্যাটেলাইট)
বেতার তরঙ্গঃ
L1OF = 1602 MHz
L2OF = 1246 MHz
L1OC = 1600 MHz
L2OC = 1248 MHz
L3OC = 1202 MHz
Frequency Modulation: FDMA and CDMA, আগের দিকের স্যাটেলাইটে শুধুমাত্র FDMA (Frequency Division Multiple Access) ছিল, কিন্তু পরের দিকের স্যাটেলাইট FDMA and CDMA উভয় মডুলেসন ব্যাবহার করে।
গ্লোনাস সিস্টেমকে তিনটি অংশে ভাগ করা যায়ঃ
- স্পেস সেগমেন্ট বা কক্ষপথের অংশ
- ভুমির অংশ
- গ্রাহক অংশ
স্পেস সেগমেন্ট বা কক্ষপথের অংশঃ এই অংশে রয়েছে ২৪টি স্যাটেলাইট , তিনটি অক্ষপথের তলে রয়েছে, প্রতি তলে ৬টি স্যাটেলাইট। স্যাটেলাইটগুলো রয়েছে মধ্য অক্ষপথে /MEO ( ১৯১০০ কিমি ), পৃথিবীকে দিনে প্রায় দুইবার প্রদক্ষিন করে ( প্রতি ১১ ঘণ্টা ১৫ মিনিটে একবার)। প্রতি স্যাটেলাইটে রয়েছে আণবিক ঘড়ি, যা নিখুঁত সময় প্রদান করে।
ভুমি অংশঃ এই অংশে রয়েছে ভুমিতে অবস্থিত বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রন কেন্দ্র। রাশিয়ার বিভিন্ন স্থানে রয়েছে এই ধরনের কেন্দ্র। এই কেন্দ্রগুলো থেকে স্যাটেলাইটকে পর্যবেক্ষণ করা হয় , তথ্য আদান প্রদান , ডাটা ও সফটওয়্যার আপডেট ও স্যাটেলাইট নিয়ন্ত্রন করা হয়।
ব্যাবহারকারি বা গ্রাহক অংশঃ যেকোন যন্ত্র যা গ্লোনাস সিগনাল গ্রহন করতে পারে এবং তা বিশ্লেষণ করে অবস্থান ও সময় নির্ণয় করতে পারে। যেমন, এখনকার দিনে অনেক মোবাইল ফোন ও গাড়িতে জি-পি-এস, গ্লোনাস রিসিভার থাকে।
চিত্রঃ গ্লোনাস স্যাটেলাইট, ৩টি তল, প্রতি তলে ৮টি স্যাটেলাইট রয়েছে।
তথ্যসুত্র
[1] “About GLONASS.” Available: https://glonass-iac.ru/en/about_glonass/.
[2] “GLONASS General Introduction - Navipedia.” Available: https://gssc.esa.int/navipedia/index.php/GLONASS_General_Introduction.
[3] “GLONASS Performances - Navipedia.” Available: https://gssc.esa.int/navipedia/index.php/GLONASS_Performances
Published Date: 11.05.2024