ভয়েজার-১
প্রতিটি মহাকাশ মিশন আমাদের জ্ঞানের পরিসর বাড়িয়ে দেয়, কিন্তু তাদের মধ্যে কিছু কিছু মিশন যেন আমাদের একদম অজানা ভুবনে নিয়ে যায় , যেমন ভয়েজার-১। ১৯৭৭ সালে নাসা প্রেরিত এই মহাকাশযানটি পৃথিবী থেকে সবচেয়ে দূরে রয়েছে এবং এখনো চালু রয়েছে। ২০১২ সালের অগাস্ট মাসে এই মহাকাশযানটি সৌরজগতের সীমানা অতিক্রম করে এবং বর্তমানে আন্তঃনাক্ষত্রিক স্থানে বিচরন করছে। এই মহাকাশযানটি এতই দূরে রয়েছে যে বেতার তরঙ্গ পৃথিবীতে আসতে প্রায় ২২ ঘণ্টা সময় লাগে।
বর্তমান অবস্থান
২০২৪ সালের মে মাসে এই মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় ২৪.৩৪ বিলিয়ন কিমি (১৬৩ AU) দূরে ঘণ্টায় প্রায় ৬০,৯৬০ কিমি গতিবেগে অন্য তারার দিকে চলমান। 1 AU (Astronomical Unit) = পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৫ কোটি কিমি প্রায় ।
ভবিষ্যতের অবস্থান
বর্তমান জ্বালানি দিয়ে সব বৈজ্ঞানিক যন্ত্রপাতি চালু থাকবে আগামী ২০২৫ সাল পর্যন্ত। এক সময় ভয়েজার-১ অন্য তারা মণ্ডলীতে চলে যাবে হয়ত, ৪০,০০০ বছর পর এই মহাকাশযান নক্ষত্র AC+79 3888 এর ১.৬ আলোকবর্ষ দুরত্তের মধ্যে চলে আসবে। হয়ত ভয়েজার মহাকাশের অসীম শূন্যতায় আপন বেগে চলতে থাকবে সব সময়, সেদিন আজকের প্রজন্মের কেউ বেচে থাকবে না কিন্তু তাদের সৃতি নিয়ে এই মহাকাশযান ভেসে বেড়াবে মহাকাশের অসীমতায়।
গোল্ডেন রেকর্ড
ভয়েজার-১ এবং ভয়েজার-২ প্রত্যেকে একটি করে স্বর্ণের রেকর্ড বহন করছে। রেকর্ডটি যাচাই বাছাই এবং প্রস্তুত করার কাজ করেন বিখ্যাত বিজ্ঞানী কার্ল সেগানের নেতৃতে একটি কমিটি। যদি ভবিষ্যতে কোন কারনে এই রেকর্ডটি এলিয়েনদের হাতে পরে তাহলে যাতে তারা জানতে পারে অনেক দুরের গ্রহ থেকে একদল বুদ্ধিমান প্রাণী তাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে।
গোল্ডেন রেকর্ডে কি রয়েছে
- ছবি – পৃথিবীর বিভন্ন এলাকা , ঘটনার ১১৫ টি ছবি
- গান – প্রায় ৯০ মিনিট গান
- শব্দ – বিভিন্ন ধরনের শব্দ, যেমন পশু-পাখির কোলাহল , বাতাসের শব্দ, বৃষ্টির শব্দ ইত্যাদি
- শুভেচ্ছা বার্তা – ৫৫ টি ভাষায় শুভেচ্ছা বার্তা, তাদের মধ্যে বাংলায় বার্তাও রয়েছে।
চিত্রঃ ভয়েজার-১ ও ২ গতিপথ। ১৯৭৭ সালে যাত্রা শুরু, পথে ১৯৭৯ সালে বৃহস্পতি ফ্লাই-বাই এবং শনি ফ্লাই-বাই করে ১৯৮০ সালে।
মিশনের কথা
এই অংশে আলোচনা হবে মিশনের প্রধান লক্ষ্য এবং অন্যান্য প্রযুক্তিগত বিবরণ।
মিশন লক্ষ্যঃ বৃহস্পতি ও শনি গ্রহ ফ্ল্যাই-বাই (পাশ দিয়ে উড়ে যাওয়া)
- গ্রহের গঠন, গতিবিদ্যা, গ্রহের বায়ুমণ্ডল নিয়ে গবেষণা
- ভূবিদ্যা, গ্রহের উপগ্রহ পর্যবেক্ষণ
- অন্য গ্রহ ( বৃহস্পতি , শনি ) সম্পর্কে আরও নিখুত তথ্য সংরহ করা
- চৌম্বক ক্ষেত্রের গঠন, কণা এবং প্লাজমার তথ্য সংগ্রহ করা
মহাকাশযান ও সাব-সিস্টেম
মহাকাশযান অনেকগুলো যন্ত্রাংশের সমন্নয়ে তৈরি , তাদের প্রয়োগের উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, এই রকম একেকটি শ্রেণিকে সাব-সিস্টেম ( একটি বড় সিস্টেমের অংশ ) বলে ।
বৈজ্ঞানিক যন্ত্রপাতি ( Scientific Instruments)
ভয়েজার-১ মহাকাশযানের বৈজ্ঞানিক গবেষণার যন্ত্রপাতি হলো
1. Imaging Science System (ISS)
2. Ultraviolet Spectrometer (UVS)
3. Infrared Interferometer Spectrometer (IRIS)
4. Planetary Radio Astronomy Experiment (PRA)
5. Photopolarimeter (PPS)
6. Triaxial Fluxgate Magnetometer (MAG)
7. Plasma Spectrometer (PLS)
8. Low-Energy Charged Particles Experiment (LECP)
9. Plasma Waves Experiment (PWS)
10. Cosmic Ray Telescope (CRS)
11. Radio Science System (RSS)
বৈদ্যুতিক শক্তি ( Electric Power)
ভয়েজার-১ এ বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে তিনটি রেডিওআইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটর দিয়ে, সংক্ষেপে বলে আর-টি-জি (RTG). আর-টি-জি (RTG)-তে জ্বালানি হিসেবে তেজস্ক্রিয় কণা প্লুটোনিয়াম-২৩৮ ব্যাবহার করা হয়। যেহেতু ভয়েজার-১ এর পথ সৌর জগতের বাইরের দিকে তাই সৌর-শক্তি ব্যাবহার করা সম্ভব ছিল না কারন বৃহস্পতি , শনি গ্রহের দিকে সূর্যের আলোর পরিমান কম।
তথ্য-যোগাযোগ সাব-সিস্টেম (Communications)
একটি হাই-গেইন-অ্যান্টেনার মাধ্যমে পৃথিবীর সাথে যোগাযোগ রক্ষ্যা করা হয়। ব্যাকআপ হিসেবে একটি লো-গেইন-অ্যান্টেনা রয়েছে।
এছাড়াও রয়েছে অন্য কিছু সাব-সিস্টেম , যেমন
কম্পিউটার কমান্ড সাব-সিস্টেম
Attitude and Articulation Control Subsystem (AACS) – মহাকাশযানের অবস্থান ঠিক রাখা
ফ্লাইট ডাটা সাব-সিস্টেম Flight Data Subsystem (FDS)
চিত্রঃ ভয়েজার-১ বিভিন্ন যন্ত্রাংশ
চিত্রঃ ভয়েজার-১ নভোযান থেকে তোলা বৃহস্পতি গ্রহের ছবি।
তথ্যসুত্র
[1] “Voyager 1 - NASA Science.” Available: https://science.nasa.gov/mission/voyager/voyager-1/.
[2] “Voyager - The Interstellar Mission.” Available: https://voyager.jpl.nasa.gov/mission/interstellar-mission/#:~:text=On%20Aug.,billion%20kilometers)%20from%20the%20sun.
[3] “Voyager - Mission Status.” Available: https://voyager.jpl.nasa.gov/mission/status/#where_are_they_now.
[4] “Voyager - The Golden Record.” Available: https://voyager.jpl.nasa.gov/golden-record/.
[5] “Voyager 1” Available: https://nssdc.gsfc.nasa.gov/nmc/spacecraft/display.action?id=1977-084A
Published Date: 21.05.2024