ভস্তক ১  :  মহাশূন্যে প্রথম মানুষ


Yuri Gagarin

ভস্তক-১ প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান। ১৯৬১ সালের ১২ ই এপ্রিল রাশিয়ান নভোচারী ইউরি গ্যাগারিন মহাশূন্যে প্রথম মানব হিসেবে পাড়ি জমিয়ে ইতিহাসের খাতায় নাম লেখান। ভস্তক ১০৬ মিনিট পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণ শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। এই ঘটনাটি মহাকাশ অভিযানের ক্ষেত্রে একটি গুরুত্তপুর্ন মাইলফলক হিসেবে বিবেচিত হয়। 

লঞ্চ ভেহিকল - রকেট


লঞ্চ ভেহিকল বা অনেক সময় বাংলায় শুধু রকেটও বলা হয়, লঞ্চ ভেহিকল একটি যান যা নভোযানকে মহাশূন্যে নিয়ে যায়। মহাশূন্যে পৌছার পর, লঞ্চ ভেহিকল আলাদা হয়ে যায় এবং শুধুমাত্র নভোযান থেকে বাকি মিশন পরিচালনা করা হয়। 

ভস্তকের লঞ্চ ভেহিকল তিন ধাপের রকেট। উৎক্ষেপণ শুরু হয় প্রথম ধাপের রকেট দিয়ে (নিচের অংশ) , ধারাবাহিকভাবে পড়ে দ্বিতীয় অংশ চালু হয় যখন প্রথম ধাপের জ্বালানি দেশ হয়ে যায়। সর্বশেষ তৃতীয় ধাপ চালু হয় এবং এই ধাপ নভোযানকে পৃথিবীর কক্ষপথে পৌঁছে দেয়। ভস্তক 8K72K নামেও পরিচিত। 

পরিসংখ্যান

- তিন পর্যায়ের রকেট 

- দৈর্ঘ্য ৩৮.৩৬ মিটার 

- সর্বমোট ওজন (উৎক্ষেপণের সময়) ২৮৭ টন

- পে-লোড ৪.৭৩ টন 

মিশন 

এপ্রিল ১২, ১৯৬১ সকাল ৯.০৭ মিনিটে ভস্তক  নভোযান রাশিয়ার বাইকানর থেকে যাত্রা শুরু করে। উৎক্ষেপণের প্রায় ১৩ মিনিট পড়ে নিশ্চিত হওয়া যায়, প্রথম মানুষ পৃথিবীর কক্ষপথে সফল ভাবে পৌছাতে সক্ষম হয়েছে। ​যদিও প্রাথমিক অবস্থায় পরিকল্পনা ছিল উচ্চতা ২৩০ কিমি, কিন্তু আসলে ভস্তক প্রায় ৩২৭ কিমি উচ্চতায় পৌঁছে গিয়েছিল। ​মিশন শেষে , ১০৬ মিনিট পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণ শেষে ১০ঃ৪৮ মিনিটে পৃথিবীতে ইউরি গ্যাগারিন নিরাপদে অবতরণ করেন। 

তথ্য সূত্র

​1. https://en.wikipedia.org/wiki/Vostok_(spacecraft)

2. https://en.wikipedia.org/wiki/Yuri_Gagarin

3. https://www.nasa.gov/mission_pages/shuttle/sts1/gagarin_anniversary.html

4. http://www.bbc.co.uk/science/space/solarsystem/astronauts/yuri_gagarin

5. http://www.russianspaceweb.com/vostok1.html

6. http://www.russianspaceweb.com/vostok1_launch.html

7. http://www.russianspaceweb.com/vostok_lv.html