তিয়েন-ওয়াং-১

চীনের মঙ্গল অভিযান

১৪ই মে ২০২১, চিনের মহাকাশযান তিয়েনওয়াং-১ সফল্ভাবে মঙ্গল গ্রহে অবতরন করে ইতিহাশের অংশ হলো, যুক্তরাষ্ট্র  ও রাশিয়ার পর চিন তৃতীয় দেশ হিসেবে সফলভাবে অন্যগ্রহে অবতরন করতে সক্ষম হলো। তিয়েনওয়াং-১ চিনের ভাষায় এর অর্থ “ স্বর্গকে প্রশ্ন ” (questions to heaven )

মিশন উদ্দেশ্য

এই মিশনের প্রধান বৈজ্ঞানিক লক্ষ্য হলো

 

  • ভূতাত্ত্বিক গঠন নিরিক্ষা করা

  • মঙ্গলের মাটি পর্যবেক্ষণ 

  • বায়ুমন্ডন নিরিক্ষা 

  • এবং পানির অস্তিত্ব যাচাই করা

মহাকাশযান / Spacecraft

তিয়েনওয়াং-১ মহাকাশযানে রয়েছে একটি অরবিটার (যা মঙ্গলের কক্ষপথে থাকবে) ও “ল্যান্ডার এবং রোভার”। ল্যান্ডার এবং রোভারে রয়েছে বিভিন্ন্য অত্যাধুনিক যন্ত্র যা দিয়ে গুরুত্যপুর্ন তথ্য সংগ্রহ করা যাবে। অরবিটার অংশ মঙ্গলের কক্ষপথে প্রায় ১ বছর থাকবে , পৃথিবী এবং ল্যান্ডারের মধ্যে যোগাযগের কেন্দ্র হিসেবে কাজ করবে।

রকেট উৎক্ষেপণ 

২০২০ সালের ২৩শে জুলাই তিয়েনওয়াং-১ মহাকাশযান চিনের হাইনান দ্বীপ থেকে উৎক্ষেপণ , মহাকাশযানের জন্য চিনের নিজস্ব তৈরি লং-মার্চ - ৫ রকেট ব্যাবহার করা হয়েছে। মঙ্গলের কক্ষপথে পৈছাতে প্রায় ৭ মাসের মত সময় লাগবে। দীর্ঘ ভ্রমনের পর তিয়েনওয়াং-১ মহাকাশযান ২০২১ সালের ১০ই ফেব্রুয়ারী মঙ্গল গ্রহের কখপথে প্রবেশ করে।

মঙ্গল গ্রহের কক্ষপথ


মঙ্গল গ্রহের কক্ষপথে  পৌঁছানোর তিন মাস মহাকাশযান কক্ষপথে বিচরন কবে, এই তিন  মাস মঙ্গল গ্রহের ভুপৃষ্টের তথ্য উপাত্ত্য সংগ্রহ করে যাচাই বাছাই করার পর অবতরনের এলাকা নির্বাচন করা হয় ।  মহাকাশযানটি উপবৃত্তাকার কক্ষপথে ছিল.

Reference / তথ্য সূত্র
 

directory.eoportal.org. (n.d.). Tianwen-1 - eoPortal Directory - Satellite Missions. [online] Available at: https://directory.eoportal.org/web/eoportal/satellite-missions/t/tianwen-1 [Accessed 7 Nov. 2021].
 

Mallapaty, S. (2021). China has landed its first rover on Mars — here’s what happens next. Nature, 593(7859), pp.323–324.
 

Wikipedia. (2020). Tianwen-1. [online] Available at: https://en.wikipedia.org/wiki/Tianwen-1.
 

www.cnsa.gov.cn. (n.d.). Mars rover continues scientific mission. [online] Available at: http://www.cnsa.gov.cn/english/n6465652/n6465653/c6812390/content.html [Accessed 7 Nov. 2021].

অবতরণ

১৪ই মে ২০২১ সালে তিয়ান-ওয়াং-১ সফলভাবে মঙ্গলগ্রহে অবতরণ করতে সক্ষম হয়। অবতরণের পর্যায় সব সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ,  কারণ এই পর্যায়টি স্বয়ংক্রিয় , মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল পাতলা, অভিকর্ষ বল কম। অবতরণের প্রথম পর্যায়ে হিট শিল্ড ব্যাবহার করা হয়, যা মহাকাশযানের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সুরক্ষ্যা করে। দ্বিতীয় পর্যায়ে প্যারাসুট ব্যাবহার করে গতি কমানো হয় এবং ছোট রকেট দিয়ে গতি নিয়ন্ত্রণ করা হয়।

রোভার 

এই মহাকাশযান একটি রোভার সফলভাবে অবতরণ করিয়েছে মঙ্গল গ্রহে।  এই রোভার মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠে চলতে পারবে, এই রিপোর্ট লেখার সময় রোভার ৯০০ মিটার যাত্রা সম্পন্ন্য করেছে।