চিত্রঃ পৃথিবীর উপর মহাশূন্যের আবহাওয়ার প্রভাব, ছবিতে দেখা যাচ্ছে সৌর ঝড় ও অন্যান্য ঘটনা কিভাবে বিভিন্ন প্রযুক্তির উপর প্রভাব ফেলে (Image Credit: ESA)
সোহো (SOHO)
সোহো (SOHO) এর পূর্ণ নাম Solar & Heliospheric Observatory, মিশনটি নাসা (NASA) এবং ইসার (ESA) যৌথ উদ্যোগে প্রেরিত। স্যাটেলাইটের জগতে সোহো হয়ত একটি অপরিচিত নাম কিন্তু তাই বলে মোটেও কম গুরুত্বপূর্ণ নয়। সোহো একটি বিশেষ স্যাটেলাইট। অনেক স্যাটেলাইট রয়েছে পৃথিবীর আবহাওয়া পর্যবেক্ষণের জন্য, আর সোহো পর্যবেক্ষণ করে সূর্যকে। পৃথিবীর আবহাওয়া পর্যবেক্ষণকারি স্যাটেলাইট যেমন ঘূর্ণিঝড়, বন্যা, খরা ইত্যাদি পর্যবেক্ষণ করে আমাদের আবহাওয়ার পূর্বাভাস দেয় , ঠিক তেমনি সূর্য পর্যবেক্ষণকারি স্যাটেলাইট সূর্যের আবহাওয়া পর্যবেক্ষণ করে সৌর ঝড়ের পূর্বাভাস দেয়।
অনেকে হয়ত ভাববে সূর্যকে পর্যবেক্ষণ করে আমাদের কি লাভ? আসলে অনেক লাভ রয়েছে, হয়ত অনেক সময় খেয়াল করা হয়ে উঠে না, কিন্তু আমরা জেনে বা না জেনে অনেকটা স্যাটেলাইট প্রযুক্তির উপর নির্ভরশীল। যেমন, অবস্থান নির্ণয়ের জন্য জি-পি-এস/গ্লোনাস/গ্যালিলিও স্যাটেলাইট, স্যাটেলাইট টেলিভিশান, স্যাটেলাইট যোগাযোগ ব্যাবহার করা হয় জাহাজে, বিমানে, অনেক দূর দুরান্তে , দ্বীপ এলাকায় আর আবহাওয়ার পূর্বাভাসের জন্য রয়েছে অনেক ধরনের স্যাটেলাইট। শক্তিশালী সৌর ঝড় স্যাটেলাইটের ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতির জন্য ক্ষতিকর এমনকি বিকলও করে দিতে পারে। ২০০৩ সালে সৌর ঝড়ের জন্য কিছু তথ্য যোগাযোগ স্যাটেলাইটের সাময়িক ভাবে যোগাযোগের বিঘ্ন ঘটে। তবে সবচেয়ে বড় ধরনের বিঘ্ন ঘটে ১৯৮৯ সালে, সৌর ঝড়ের জন্য কানাডার কুইবেক প্রদেশে প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ ব্ল্যাকআউট হয়। সৌর ঝড়ের রেকর্ড পাওয়া যায় ১৮৫৯ সালে , যদিও তখন স্যাটেলাইট বা আধুনিক তথ্য যোগাযোগ ব্যাবস্থা ছিল না, কিন্তু সৌর ঝড় টেলিগ্রাফ যোগাযোগের বিঘ্ন ঘটায় তখন। ২০২২ সালে সৌর ঝড়ের কবলে পড়ে ৩৮ টি SpaceX প্রেরিত স্টার-লিঙ্ক স্যাটেলাইট হারিয়ে যায় কক্ষপথ থেকে। সর্বশেষ, ২০২৪ সালের মে মাসে স্যাটেলাইট তথ্য-যোগাযোগ অপারেটর স্টার-লিঙ্ক জানায় সৌর ঝড়ের জন্য তাদের স্যাটেলাইট সেবার সাময়িক বিঘ্ন ঘটে এবং কিছু সেবার মান খারাপ হয়ে যায়।
সূর্য সম্পর্কে অনেক অজানা তথ্য জানিয়েছে এই স্যাটেলাইট, যেমন সূর্যের গঠন, কেন্দ্র, বিভিন্ন স্তর, করোনা ও সৌর ঝড়। সৌর ঝড় কয়েক ধরনের হতে পারে, একটি হল সৌর শিখা (Solar Flares) ও আরেকটি হল CME (Coronal Mass Ejections)। সৌর শিখা হল, সূর্য থেকে বিকিরিত তিব্র তড়িৎ-চৌম্বকীয় বিকিরন, এক্স-রে ও অতিবেগুনি রশ্মি , সৌর শিখা তথ্য-যোগাযোগ স্যাটেলাইট, নভোচারীদের জন্য ক্ষতির কারন হতে পারে, তবে খুব ভয়ঙ্কর হয়না সৌর শিখার প্রভাব। অন্যদিকে, CME এর প্রভাব খুব ভয়ংকর হতে পারে। সূর্যের করোনা থেকে যখন উত্তপ্ত প্লাজমা (বৈদ্যুতিক চার্জযুক্ত কণা) কয়েক লক্ষ কিমি বেগে নির্গত হয়ে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাত হানে, তখন সেই প্রভাবে ভু-চৌম্বকীয় ঝড়ের সৃষ্টি হয়। যা আমাদের প্রাত্যহিক জীবনে ক্ষতির কারন হতে পারে , যেমন বিদুতের গ্রিড, যন্ত্রপাতি ও বিভিন্ন স্যাটেলাইটের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে সৌর ঝড়, সোহো সৌর ঝড়ের পূর্বাভাস দিতে পারে। মহাকাশের পূর্বাভাস দেওয়া ছাড়াও সোহো এই পর্যন্ত ৫০০০ এর চেয়েও বেশি ধুমকেতু সনাক্ত করেছে।
চিত্রঃ সোহো নভোযানের তোলা সূর্যের ছবি (Credit: NASA)
চিত্রঃ সোহো নভোযানের বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি
মিশনঃ
১৯৯৫ সালের ডিসেম্বর মাসে সোহো যাত্রা শুরু করে এবং ১৯৯৬ সালের ফেব্রুয়ারী মাসে L1 পয়েন্টে অবস্থান গ্রহন করে। L1 পয়েন্ট পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থিত একটি বিশেষ পয়েন্ট, পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিমি দূরে অবস্থিত। মজার ব্যাপার হল, মাত্র তিন বছরের জন্য ছিল মিশন, কিন্তু অদ্ভুত ভাবে ২৯ বছর পরেও এখনো চালু রয়েছে স্যাটেলাইট। স্যাটেলাইট দুটি মডিউলের সমন্বয়ে তৈরি, সার্ভিস মডিউল ও পে-লোড মডিউল। সার্ভিস মডিউলে রয়েছে তাপ-নিয়ন্ত্রন, তথ্য যোগাযোগ, বিদ্যুৎ সাব-সিস্টেম আর পে-লোড মডিউলে রয়েছে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি, যেমনঃ
1. Solar-Ultraviolet Measurements of Emitted Radiation Experiment (SUMER)
2. Coronal Diagnostic Spectrometer (CDS)
3. Extreme Ultraviolet Imaging Telescope (EIT)
4. Ultraviolet Coronograph Spectrometer (UVCS)
5. Large Angle and Spectrometric Coronograph (LASCO)
6. Solar Wind Anisotropies Experiment (SWAN)
7. Charge, Element, and Isotope Analysis Experiment (CELIAS)
8. Comprehensive Suprathermal and Energetic Particle Analyzer (COSTEP)
9. Energetic and Relativistic Nuclei and Electron Experiment (ERNE)
10. Global Oscillations at Low Frequencies Experiment (GOLF)
11. Variability of Solar Irradiance and Gravity Oscillations Experiment (VIRGO)
12. Michelson Doppler Imager/Solar Oscillations Investigation (MDI/SOI)
সোহো স্যাটেলাইটের বৈজ্ঞানিক অবদানঃ
- প্রথম বারের মত সূর্যের বাইরের দিকের কনভেক্সন স্তরের ছবি সংগ্রহ ও সৌরকলঙ্ক বা সান-স্পট এর উপর গবেষণা
- সূর্যের বিভিন্ন স্তরের তাপমাত্রা মাপ এবং অভ্যন্তরীণ গ্যাস প্রবাহ পরিমাপ করা
- সূর্যের বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ , যেমনঃ সৌর ঝড়, সৌর বায়ু , করোনা ঢেউ , সৌর টর্নেডো ইত্যাদি
- এইসব তথ্য পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে সৌর ঝড়ের পূর্বাভাস প্রদান করা
- ফাস্ট-সোলার উইন্ড ঃ এই ধরনের সৌর বায়ুর উৎস ও গতি পরিমাপ করা।
হয়ত ২০২৫ সালে মিশনের সমাপ্তি ঘটবে , কিন্তু তাই বলে সূর্যের মিশন থেমে থাকবে না, নতুন বেশ কিছু মিশন চালু আছে বর্তমানে, যেমন ২০১৮ সালে পার্কার সোলার প্রোব ও ২০২০ সালে সোলার অরবিটার পাঠানো হয়। ভবিষ্যতে আরও আধুনিক স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসা ও ইসার।
চিত্রঃ সোহো নভোযানের কক্ষপথ
তথ্যসুত্রঃ
[1] “SOHO - NASA Science.” Available: https://science.nasa.gov/mission/soho/. [Accessed: Jun. 12, 2024]
[2] “SOHO science highlights.” Available: https://www.esa.int/Science_Exploration/Space_Science/SOHO_science_highlights. [Accessed: Jun. 12, 2024]
[3] “Solar and Heliospheric Observatory Homepage.” Available: https://soho.nascom.nasa.gov/home.html. [Accessed: Jun. 12, 2024]
[4] “SOHO Pick of The Week.” Available: https://soho.nascom.nasa.gov/pickoftheweek/. [Accessed: Jun. 12, 2024]
[5] “SOHO overview.” Available: https://www.esa.int/Science_Exploration/Space_Science/SOHO/SOHO_overview#:~:text=SOHO%20was%20meant%20to%20operate,and%20its%20mission%20is%20ongoing. [Accessed: Jun. 12, 2024]
[6] U. Shetti, “Musk’s Starlink satellites disrupted by major solar storm,” Reuters, May 11, 2024. Available: https://www.reuters.com/technology/space/starlink-experiencing-degraded-service-musk-says-satellites-under-pressure-2024-05-11/. [Accessed: Jun. 13, 2024]
[7] “Minor geomagnetic storm, big impact: the February 2022 Starlink satellite loss.” Available: https://cires.colorado.edu. [Accessed: Jun. 13, 2024]
[8] D. T. Phillips, “The Great Québec Blackout,” Spaceweather.com, Mar. 12, 2021. Available: https://spaceweatherarchive.com/2021/03/12/the-great-quebec-blackout/. [Accessed: Jun. 13, 2024]
Published Date: 13/6/2024