NASA's Perseverance Rover
রকেট উৎক্ষেপণ : ৩০শে জুলাই ২০২০
মঙ্গল গ্রহে অবতরন ১৮ই ফেব্রুয়ারী ২০২১
মিশনের উদ্দেশ্য
বাসযোগ্যতা যাচাই করা
প্রাচীন প্রানের চিহ্ন খোজা
নমুনা সংগ্রহ করা
অক্সিজেন পরীক্ষা করা
অবতরনের এলাকা
অবতরনের জন্য যাজেরো ক্রেটার (গর্ত, জ্বালামুখ ) এলাকা নির্বাচিত করা হয়েছিল, এর কারন ধারনা করা হয়, এক সময় এই অংশে পানি প্রবাহিত হয়েছিল, সুতরাং এখানে প্রাচীন প্রানের অবশেষ চিহ্ন (microbial life) পাওয়া যেতে পারে।
মিশন
একটি মিশন সাধারনত ৪টি ধাপ থাকে
উৎক্ষেপণ
ক্রূজ ( পৃথিবী থেকে মঙ্গল )
অবতরন
সারফেস অপারেশন
অন্য মিশনের সাথে এই মিশনের একটি পার্থক্য রয়েছে, এই মিশনে প্রথমবারের মতো হেলিকপটার উড়েছে অন্য একটি গ্রহে।
তথ্য সূত্র / Reference list
Mars 2020 Perseverance Launch Press Kit. (n.d.). [online] Available at: https://www.jpl.nasa.gov/news/press_kits/mars_2020/download/mars_2020_launch_press_kit.pdf.
mars.nasa.gov Landing. [online] mars.nasa.gov. Available at: https://mars.nasa.gov/mars2020/timeline/landing/.
mars.nasa.gov (2017). Overview - Mars 2020 Rover. [online] Nasa.gov. Available at: https://mars.nasa.gov/mars2020/mission/overview/.