GPS স্যাটেলাইট

GPS এর সম্পূর্ণ নাম Global Positioning Systsem. GPS একটি স্যাটেলাইট ভিত্তিক ভৌগোলিক অবস্থান সনাক্তকারী পদ্ধতি। GPS স্যাটেলাইট যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষ্যা বিভাগের অধীনে পরিচালিত একটি মিশন। সমগ্র পৃথিবীব্যাপী কভারেজ দেয়ার জন্য কমপক্ষে ২৪ টি স্যাটেলাইট চালু থাকতে হয় । সর্বনিম্ন ২৪ টি স্যাটেলাইট দিয়ে সমগ্র পৃথিবীর GPS মিশন পরিচালিত হয়, যদিও এই মুহুর্তে ৩১ টি স্যাটেলাইট চালু আছে পৃথিবীর কক্ষপথে । পৃথিবীর কোন এক জায়গার অবস্থান জানার জন্য কমপক্ষ্যে ৪ টি স্যাটেলাইটের সংযোগ দরকার হয়।

জিপিএস প্রকল্পের যাত্রা শুরু হয় ১৯৭৩ সালে, তখন নেভস্টার নামে পরিচিত ছিল এবং ১৯৭৮ সালে প্রথম মহাকাশযান লঞ্চ করে।

কক্ষপথ

GPS স্যাটেলাইট পৃথিবীর মধ্য-কক্ষপথে (MEO: Medium Earth Orbit) পরিচালিত হয়, ভূমি থেকে উচ্চতা প্রায় ২০,২০০ কিমি। প্রতি স্যাটেলাইট পৃথিবীকে দিনে ২ বার অবর্তন করে। প্রতি জি-পি-এস স্যাটেলাইট আণবিক ঘড়ি দ্বারা পরিচালিত হয়, যা গ্রাহকের কাছে অত্যন্ত নিখুত সময় এবং অবস্থান প্রদান করে।

GPS বিভিন্ন ধরনের বেতার ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যাবহার করে, L1, L2 বহুল বেসামরিক কাজে বহুল ব্যবহৃত।

L1: 1575.42 MHz

L2 1227.60 MHz

 GPS কিভাবে কাজ করে 

  • যেকোনো GPS রিসিভারকে কমপক্ষে ৪ টি স্যাটেলাইট থেকে সিগনাল সংগ্রহ করে

  • স্যাটেলাইট থেকে প্রেরিত সিগনালে স্যাটেলাইটের কক্ষপথের অবস্থান দেয়া থাকে

  • এই ভাবে চারটি স্যাটেলাইটের সিগনাল বিশ্লেষণ করে , জ্যামিতিক বিশ্লেষণের মাধ্যমে স্যাটেলাইট গ্রাহক বা রিসিভার তার অবস্থান নির্ণয় করে।

  • সাধারণত একটি স্যাটেলাইট রিসিভার প্রায় ১০ মিটার পর্যন্ত নির্ভুল অবস্থান নির্ণয় করতে পারে, অবশ্য বর্তমান সময়ের আধুনিক GPS রিসিভার প্রায় ৩ মিটার পর্যন্ত নির্ভুল অবস্থান সনাক্ত করতে পারে।

 যুক্তরাষ্ট্র ছাড়াও রাশিয়ার প্রেরিত আলাদা স্যাটেলাইট সিস্টেম রয়েছে না GLONSS নামে পরিচিত , Galileo সিস্টেম  ESA (European Space Agency) প্রেরিত স্যাটেলাইট সিস্টেম প্রকল্প চলমান, আশা করা যায় ভবিষ্যতে আরও নির্ভুল ও নিখুঁত তথ্য পাওয়া সম্ভব হবে ।

তথ্য সূত্র

 ১। http://www.gps.gov/systems/gps/space/

২। http://www8.garmin.com/aboutGPS/

৩। FAA https://www.faa.gov/about/office_org/headquarters_offices/ato/service_units/techops/navservices/gnss/gps#:~:text=Currently%2031%20GPS%20satellites%20orbit,and%20in%20all%20weather%20conditions.

৪। NASA, https://spaceplace.nasa.gov/gps/en/#:~:text=GPS%20is%20a%20system.,where%20we%20think%20they%20are.

৫। https://www.faa.gov/about/office_org/headquarters_offices/ato/service_units/techops/navservices/gnss/gps/howitworks