জুস নভোযান (Juice- JUpiter ICy Moons Explorer)
গত ২০২৩ সালের ১৪ই এপ্রিল যাত্রা শুরু করে ইসার নতুন নভোযান জুস, গন্তব্য বৃহস্পতি গ্রহের তিনটি গ্রহ গ্যানিমিড, ক্যালিস্টো ও ইউরোপা। প্রায় ৮ বছর যাত্রা করার পর ২০৩১ সালের জুলাই মাসে তার গন্তব্যে পৌঁছাবে। এই মিশনের লক্ষ্য হবে, ওই তিনটি উপগ্রহকে ভালকরে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ। বৃহস্পতির এই তিনটি গ্রহেই রয়েছে তরল সাগর , আরও রয়েছে বেশ কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্য যা প্রান ধারন করার জন্য উপযোগী। বৈজ্ঞানিক লক্ষ্যের মধ্যে রয়েছে এই তিনটি উপগ্রহের ভূতাত্ত্বিক, পৃষ্ঠ, রাসায়নিক বিক্রিয়া, পরিবেশ, বরফের পৃষ্ঠ ইত্যাদি সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করা। তাছাড়া, এই মিশনে বৃহস্পতি গ্রহের চৌম্বক ক্ষেত্র , আবহাওয়া, গ্রহের বলয়ের উপর গবেষণা ও তথ্য সংগ্রহ করবে। আরেকটি উপগ্রহ আইও সম্পর্কেও তথ্য সংগ্রহ করবে। মিশনটি ইসা (ESA- Europan Space Agency) পরিচালিত, কিন্তু নাসা (NASA) ও জ্যাক্সা (JAXA- Japan) কিছু যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করেছে।
যাত্রাপথ
জুস প্রায় ৮ বছর ধরে যাত্রা করবে, যাত্রাপথে শুক্র গ্রহ, পৃথিবী ও চাদে ফ্লাই-বাই করবে।
গুরুত্বপূর্ণ ঘটনা
২০২৩ সাল ১৪ই এপ্রিল – যাত্রা শুরু
২০২৪ সালের অগাস্ট – পৃথিবী ফ্লাই বাই
২০২৫ সালের অগাস্ট – শুক্র গ্রহ ফ্লাই-বাই
২০২৬ সালের সেপ্টেম্বর – দ্বিতীয়বার পৃথিবী ফ্লাই-বাই
২০২৯ সালের জানুয়ারী – তৃতীয়বার পৃথিবী ফ্লাই-বাই
২০৩১ সালের জুলাই – বৃহস্পতি গ্রহের কক্ষপথে আগমন
২০৩২ সালের জুলাই – ইউরোপা উপগ্রহে ফ্লাই-বাই
২০৩২ সালের অগাস্ট – ২০৩৪ সালের অগাস্ট – ক্যালিস্টো উপগ্রহ ফ্লাই-বাই
২০৩৪ সালের ডিসেম্বর – গ্যানিমিড উপগ্রহের কক্ষপথে আগমন
২০৩৫ সালের সেপ্টেম্বর – মিশন সমাপ্তি
চিত্রঃ জুস নভোযানের যাত্রাপথের বিভিন্ন পর্যায় Credit: ESA
নভোযান
নভোযানটি ওজনে প্রায় ৬ মেট্রিক টন, তার মধ্যে শুধু জ্বালানি রয়েছে ৩৬৫০ কেজি। নভোযানে বিদ্যুৎ আসবে সৌরবিদ্যুৎ থেকে, নভোযানের দুই পাশে রয়েছে ৮৫ বর্গ-মিটার এলাকা জুড়ে এই সৌর-সেল। প্রায় ৮৫০ ওয়াট বিদ্যুৎ উদপাদন করবে এই সৌর-সেল। এই নভোযানে ১০টি আধুনিক যন্ত্রপাতি রয়েছে এবং যন্ত্রপাতিগুলোকে তিনটি অংশে ভাগ করা যায়, তিন প্রকারের বৈজ্ঞানিক যন্ত্রপাতির মধ্যে রয়েছে
- রিমোট সেন্সিং প্যাকেজ
o JANUS An optical camera system
o MAJIS Moons and Jupiter Imaging Spectrometer
o UVS UV imaging Spectrograph
o SWI Sub-millimeter Wave Instrument
- geophysical প্যাকেজ
o GALA GAnymede Laser Altimeter
o RIME Radar for Icy Moon Exploration
o 3GM Gravity & Geophysics of Jupiter and Galilean Moons
- ইন সিটু
o PEP Particle Environment Package
o J-MAG A magnetometer instrument for Juice
o RPWI Radio & Plasma Wave Investigation
নভোযানকে এমনভাবে নকশা করা হয়েছে যেন মহাকাশের কঠিন আবহাওয়া সহ্য করে পারিচালিত করতে পারে। যেমন, পৃথিবী ও সূর্য থেকে অনেক দূরে থাকার কারনে সূর্যের আলো খুব কম পাওয়া যাবে, এইজন্য অনেক বড় সৌর-প্যানেল ব্যাবহার করা হয়েছে। আবার বৃহস্পতি গ্রহের রয়েছে অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র যা সূক্ষ্ম ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতির জন্য ক্ষতিকর হতে পারে, তাই নভোযানে রয়েছে বিশেষ প্রতিরক্ষামুলক শিল্ড। তাছাড়া তাপমাত্রা নিয়ন্ত্রনের জন্য রয়েছে থার্মাল ইন্সুলেটর।
চিত্রঃ জুস নভোযানের বিভিন্ন যন্ত্রপাতি। Credit: ESA
তথ্যসুত্রঃ
Published Date: 15/9/2024
Home - JUICE - Cosmos. https://www.cosmos.esa.int/web/juice. Accessed 15 Sept. 2024.
Juice. https://www.esa.int/Science_Exploration/Space_Science/Juice. Accessed 15 Sept. 2024.
Juice Spacecraft Specs. https://www.esa.int/Science_Exploration/Space_Science/Juice/Juice_spacecraft_specs. Accessed 15 Sept. 2024.
Where Is JUICE Now? - JUICE - Cosmos. https://www.cosmos.esa.int/web/juice/trajectory-browser. Accessed 15 Sept. 2024.