CYGNSS হ্যারিকেন মিশন - হ্যারিকেন পূর্বাভাস কৃত্রিম উপগ্রহ
নাসা প্রেরিত CYGNSS ( Cyclone Global Navigation Satellite System) কৃত্রিম উপগ্রহ প্রথম বারের মত পরীক্ষামূলক সমুদ্রপৃষ্ঠের সিগনাল পরিমাপ করছে। সর্বমোট ৮ টি স্যাটেলাইটের সমন্বয়য়ে তৈরি এই প্রকল্প। প্রথমবারের মত একটি স্যাটেলাইটে এই পরিক্ষ্যামুলক পরিমাপ করা হয়েছে, পরবর্তীতে আর বাকি ৭টি স্যাটেলাইটে এই পরিক্ষ্যা চালান হবে।
২০১৬ সালের ১৫ ই ডিসেম্বর CYGNSS পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয়, এই স্যাটেলাইট গুলু পৃথিবীর নিম্ন-কক্ষ্যপথে (Low Earth Orbit) আবর্তন করবে।
কার্যপ্রণালী
সর্বমোট ৮ টি ছোট স্যাটেলাইট এই প্রকল্পে রয়েছে, CYGNSS স্যাটেলাইট GPS ( যা ইতিমধ্যে পৃথিবীর কক্ষপথে রয়েছে) থেকে প্রাপ্ত প্রতিফলিত সিগনালের পরিমাপ করে সমুদ্রপৃষ্ঠের বায়ুপ্রবাহ নির্ণয় করতে সক্ষম। এই পদ্দতিতে বিজ্ঞ্যানিরা সমুদ্রপৃষ্ঠের বায়ুপ্রবাহের দিক, গতি নির্ণয় করে হ্যারিকেনের পূর্বাভাস দিতে পারবে। CYGNSS স্যাটেলাইট শুধুমাত্র GPS এর সিগনাল পরিমাপ করতে পারবে, CYGNSS নিজে কোন সিগানল পাঠাবে না।
প্রকল্প বিজ্ঞ্যানিদের মতে, CYGNSS এবং GPS স্যাটেলাইটের সম্মিলনে নিখুঁত ও দ্রুত সমুদ্রপৃষ্ঠের বায়ুপ্রবাহের গতি পরিমাপ করা সম্ভব, প্রতি এলাকায় প্রতি ১২ মিনিটে একবার ডেটা সংগ্রহ সংগ্রহ করা সম্ভব।
Reference:
CYGNSS Hurricane Mission Measures “First Light” Science Data, NASA, Jan. 6, 2017
https://www.nasa.gov/feature/cygnss-hurricane-mission-measures-first-light-science-data
2. Science of CYGNSS, NASA, May 29, 2015, https://www.nasa.gov/cygnss/the-science-of-cygnss