বোরান - রাশিয়ার হারিয়ে যাওয়া স্পেস সাঁটল


NASA তৈরি করা ৫ টি স্পেস সাঁটল বা মহাকাশযানের কথা আমরা অনেকেই জানি যেমন Columbia, Challenger, Discovery, Atlantis, and Endeavour. কিন্তু আজকের কথা রাশিয়ার তৈরি মহাকাশযান বোরান (Buran).

 ৭০ এর দশকে নাসা স্পেস-সাঁটল তৈরি করার পরিকল্পনা করে, শীতল যুদ্ধের সময়ে রাশিয়াও পাল্টা পরিকল্পনা করে নিজেদের স্পেস-সাঁটল তৈরি করার।


বাইরের দিক থেকে নাসার স্পেস-সাঁটল বা STS এবং রাশিয়ার বোরান অনেকটা একই রকম কিন্তু নকশা অনেক পার্থক্য।

বোরানের জন্য লঞ্চ ভেহিকল দরকার হয় । অন্য বড় ধরনের পার্থক্য হল, বোরান সম্পুর্ন স্বয়ংক্রিয় যা নিজে থেকে মিশন পরিচালনা করতে পারত। বিমানের মত ল্যান্ডিং করতে সক্ষম ছিল। সময়ের তুলনায় বেশ আধুনিক ছিল এই মহাকাশযান টি, কিন্তু সোভিয়েত রাশিয়ার পতনের পর অর্থাভাবে প্রকল্পটি আর বেশিদূর আগায়নি। ১৯৯৫ সালে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি বাতিল করা হয়।

 সম্ভাবনাময় এই মহাকাশযানটি ১৯৮৮ সালের ১৫ই নভেম্বর মাত্র সাড়ে ৩ ঘণ্টা পৃথিবীর কক্ষপথে ছিল , তারপর আর উড়া হয়নি।

Reference:

1. http://www.russianspaceweb.com/buran.html

2. http://www.buran.su/buranvssts-comparison.php

3. https://news.nationalgeographic.com/2016/04/160412-soviet-union-space-shuttle-buran-cosmonaut-day-gagarin/