ব্যাপি-কলম্বো (BepiColombo)

ব্যাপি-কলম্বো মিশন, ইসা ( ESA- European Space Agency)  ও জেক্সার (JAXA –Japan Aerospace Exploration Agency) যৌথ উদ্যোগে পরিচালিত এই মিশন। ২০১৮ সালের অক্টোবর মাসে ফ্রেঞ্চ গায়ানা থেকে রকেট উৎক্ষেপণ করা হয়, শেষ গন্তব্য সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। যদিও দূরতের দিক থেকে বুধ গ্রহ আসলে বেশি দূরে নয়, কিন্তু যাত্রা পথ বেশ লম্বা, প্রায় ৭ বছর যাত্রা শেষ করে ২০২৫ সালের ডিসেম্বর মাসে বুধ গ্রহের পৌঁছাবে বলে আশা করা যায়। মিশন ২০২৭ সালে মে মাসে সমাপ্তি হাওয়ার কথা। ব্যাপি-কলম্বো মিশন ইটালির বিখ্যাত বিজ্ঞ্যানী , গণিতবিদ জুসেপে (ব্যাপি) কলম্বোর সন্মানে রাখা হয়েছে।

মিশন লক্ষ্য

এই মিশনের প্রধান লক্ষ্য হলো বুধ গ্রহের গঠন, উপাদান, ভূবিদ্যা, বায়ুমণ্ডল , চৌম্বকক্ষেত্র নিয়ে তথ্য সংগ্রহ ও গবেষণা করা। পৃথিবীর পর বুধ গ্রহের রয়েছে চৌম্বকক্ষেত্র , যদিও সেটা পৃথিবীর চৌম্বকক্ষেত্রের তুলনায় মাত্র ১ শতাংশ। বুধ গ্রহের রয়েছে বিশাল গ্রহ কেন্দ্র , আর ধারনা করা হয় মেরু এলাকায় রয়েছে বরফ।

যাত্রাপথ

২০১৮ সালের অক্টোবর মাসে যাত্রা শুরু হয়, যাত্রা মোটেও সোজা নয়, যাত্রা পথে পৃথিবী, শুক্র গ্রহ ও বুধ গ্রহের মহাকর্ষ বল ব্যাবহার করে উরে যাবে। এধরনের উরে যাওয়া বা ফ্লাই-বাইকে বলা হয় গ্রাভিটি-এসিস্ট। বুধ গ্রহে মিশন সবসময় অনেক জটিল। সূর্যের খুব কাছে থাকায় তাপ অনেক বেশি, আবার নভোযানের গতি নিয়ন্ত্রন করা না গেলে সূর্যের শক্তিশালী মহাকর্ষ বলের প্রভাব থেকে বের হতে পারবে না ইত্যাদি কারনে মিশন বেশ জটিল। যেখানে মঙ্গল গ্রহে ৫০ এর বেশি মিশন চালানো হয়েছে, সেখানে বুধ গ্রহে এখনো পর্যন্ত মাত্র দুটি মিশন পরিচালনা করা হয়েছে, ব্যাপি-কলম্বো হচ্ছে তৃতীয় মিশন। মিশনে বেশ কয়েকটি ফ্লাই-বাই করবে নভোযান, পৃথিবীকে ১ বার, শুক্র গ্রহকে ২ বার এবং বুধ গ্রহকে ৬ বার ফ্লাই-বাই করে ২০২৬ সালে বুধ গ্রহের কক্ষপথে প্রবেশ করে গবেষণা শুরু করবে। ফ্লাই-বাই করার কারন, গতি কমানো, নভোযান মহাকাশে অনেক গতিবেগে চলে, গতি ঠিকমত নিয়ন্ত্রন না করলে নভোযান মহাকাশের আসিমে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া ফ্লাই-বাই করার মধ্যমে দিক ঠিক করা হয়।

চিত্রঃ ব্যাপি-কলম্বো স্যাটেলাইট থেকে বুধগ্রহের ছবি, ছবিটি ৩৫০০ কিমি দূর থেকে তোলা , Credit ESA

চিত্রঃ ব্যাপি-কলম্বো MPO & MMO নভোযানের বুধ গ্রহের চারপাশের কক্ষপথ , Credit: Max Planck Institute

নভোযান

নভোযানে রয়েছে তিনটি মডিউল বা অংশ

-          Mercury Planetary Orbiter (MPO)

-          Mercury Magnetospheric Orbiter (MMO)

-          Mercury Transfer Module (MTM)

এর মধ্যে MPO, MMO  হলো বৈজ্ঞানিক অংশ এবং বুধ গ্রহকে কক্ষ্যপথে প্রদক্ষিন করে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। আর MTM বাকি ২টি অংশ নিয়ে যাত্রা পথে থাকবে , যখন বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাবে তখন MTM থেকে MPO এবং MMO আলাদা হয়ে যাবে। MTM ও MPO ইসার তৈরি এবং MMO হলো জেক্সার তৈরি বৈজ্ঞানিক যন্ত্রপাতি। তাছাড়া আরও রয়েছে MOSIF (Magnetospheric Orbiter’s Sunshield and Interface Structure) যা বিভিন্ন যন্ত্রপাতির সংযোগ ও সান-শিল্ড হিসেবে কাজ করে, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে যন্ত্রপাতিকে রক্ষ্যা করে ।

Mercury Magnetospheric Orbiter (MMO) MMO জাপানের তৈরি, এই উপগ্রহটি উপবৃত্তাকার পথে বুধ গ্রহকে প্রদক্ষিন করবে। MMO এর প্রধান লক্ষ্য হলো বুধ গ্রহের চৌম্বক ক্ষেত্রের তথ্য উপাত্ত সংগ্রহ করা, তাছাড়া বায়ুমণ্ডল পর্যবেক্ষণ, সূর্য থেকে আসা প্লাজমা বিশ্লেষণ করবে এই উপগ্রহ।

MMO তে রয়েছে নিম্নলিখিত বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি

1.MGF (Magnetic Field Investigation)
2.MPPE (Mercury Plasma Particle Experiment)
3.PWI ( Plasma Wave Investigation)
4.MSASI (Mercury Sodium Atmosphere Spectral Imager)
5.MDM (Mercury Dust Monitor)

Mercury Magnetospheric Orbiter (MPO) এর প্রধান বৈজ্ঞানিক লক্ষ্য হলো বুধ গ্রহের গঠন, ভূপৃষ্ঠের উপাদানের তথ্য সংগ্রহ বায়ুমণ্ডলের তথ্য গ্রহন ইত্যাদি।  MPO এর সাহায্যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে বুধ গ্রহের ছবি ও অন্যান্য তথ্য সংগ্রহ করবে, যেমন থার্মাল ইমেজ, এক্স-রে, গামা-রে , অতিবেগুনি ইত্যাদি। MPO তে রয়েছে নিম্নলিখিত বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি

 BELA: BepiColombo Laser Altimeter
ISA: Italian Spring Accelerometer
MPO-MAG: Magnetic Field Investigation
MERTIS: Mercury Radiometer and Thermal Imaging Spectrometer
MGNS: Mercury Gamma-ray and Neutron Spectrometer
MIXS: Mercury Imaging X-ray Spectrometer
MORE: Mercury Orbiter Radio science Experiment
PHEBUS: Probing of Hermean Exosphere by Ultraviolet Spectroscopy
SERENA: Search for Exosphere Refilling and Emitted Neutral Abundances
SIMBIO-SYS: Spectrometers and Imagers for MPO BepiColombo Integrated Observatory
SIXS: Solar Intensity X-ray and particle Spectrometer

চিত্রঃ MPO, credit ESA

চিত্রঃ MMO, credit ESA

ব্যাপি-কলম্বো নভোযান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধ গ্রহের চৌম্বকক্ষেত্রের মডেল। ব্যাপি-কলম্বো নভোযান গত ১৯ জুন (২০২৩ সাল) বুধ গ্রহকে ফ্লাই-বাই করে এই তথ্য সংগ্রহ করে। Credit: BepiColombo/ESA

Date: 5/9/2024

তথ্য সুত্রঃ

[1]. BepiColombo. https://www.esa.int/Science_Exploration/Space_Science/BepiColombo. Accessed 3 Sept. 2024.

[2]. Investigating Mercury's mysteries. https://www.esa.int/Science_Exploration/Space_Science/BepiColombo. Accessed 3 Sept. 2024.

[3]. BepiColombo | Airbus. 27 Oct. 2021, https://www.airbus.com/en/products-services/space/space-exploration/bepicolombo.

[4]. BepiColombo Overview. https://www.esa.int/Science_Exploration/Space_Science/BepiColombo_overview2. Accessed 3 Sept. 2024.

[5]. “Mercury Magnetospheric Orbiter MIO / BepiColombo | Spacecraft.” ISAS, https://www.isas.jaxa.jp/en/missions/spacecraft/current/mmo.html. Accessed 3 Sept. 2024.

[6]. https://www2.mps.mpg.de/en/projekte/bepicolombo/