এপোলো ১১ চন্দ্র অভিযান

এপোলো-১১ , মহাকাশ অভিযানের এক মাইলফলক। ১৯৬৯ সালের ২১শে জুলাই নেইল আর্মস্ট্রং প্রথম মানব হিসেবে চাঁদে পদার্পণ করেন, তার প্রায় ২০ মিনিট পর বাজ অল্ড্রিন চাঁদের পৃষ্ঠে অবতরণ করেন। তাদের আরেক সঙ্গী মাইকেল কলিন্স তখন চাঁদের কক্ষপথে সার্ভিস মডিওল (Service Module) “কলাম্বিয়া”  পরিচালনা করছিলেন। নভোচারীরা চাঁদের মাটিতে প্রায় ২১ ঘণ্টা ছিলেন । অতঃপর অভিযান শেষে সকল নভিচারিরা ২৪শে জুলাই নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন।

চন্দ্র অভিযান

পৃথিবী থেকে চাঁদ যাত্রা কারিগরি দিক থেকে অত্যন্ত জটিল। অভিযান বিভিন্ন পর্যায়ে বিভক্ত, যেমন নকশা, টেস্ট , রকেট প্রস্তুত করা, রকেট (আবিধানিক ভাবে লঞ্চ ভেহিকল Launch Vehicle হিসেবে পরিচিত)  ও মহাকাশযান (Spacecraft) উথক্ষেপন , পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের দিকে যাত্রা , চাঁদে অবতরণ ও পৃথিবীতে প্রত্যাবর্তন।  

লঞ্চ ভেহিকল ( Launch Vehicle)


সহজ বাংলায় শুধু রকেটও বলা হয়। স্যাটার্ন-৫ লঞ্চ ভেহিকল হিসেবে ব্যবহৃত হয়েছিল। স্যাটার্ন ৫ এবং মহাকাশযান এর সম্মিলিত উচ্চতা ১১০.৬  মিটার এবং ওজন  ২৭ লক্ষ কিলোগ্রাম।

 স্যাটার্ন-৫ লঞ্চ ভেহিকল ৩টি ধাপে বিভক্ত , সবচেয়ে নিচের অংশ ১ম ধাপ ( 1st stage) প্রথম চালু হয় এবং জালানি ফুরিয়ে গেলে মুল মহাকাশযান থেকে পৃথক হয়ে যায় এবং দ্বিতীয় ধাপ /অংশ চালু হয় । দ্বিতীয় ধাপের জালানি শেষ হয়ে গেলে তৃতীয় ধাপ চালু হয়।

 প্রথম ধাপ First Stage/S-IC

প্রথম ধাপে ৫টি ইঞ্জিন রয়েছে, F1 মডেলের । পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাব থেকে বের হওয়ার জন্য প্রথম ধাপের ইঞ্জিন শক্তিশালী হয়। রকেটের প্রথম ধাপের ইঞ্জিন প্রায় ২.৫ মিনিট চালু থাকে এবং মহাকাশযানকে ৩৮ মাইল বা ৬১ কিমি  উচ্চতায় পৌঁছে দেয়। জ্বালানি ফুরিয়ে গেলে প্রথম ধাপ বাকি মহাকাশযান থেকে আলাদা হয়ে ভুপৃষ্ঠে ফিরে আসে।

 দ্বিতীয় ধাপ Second Stage/S-II

দ্বিতীয় ধাপ ৫টি J2 মডেল ইঞ্জিন দিয়ে তৈরি, প্রথম ধাপ আলাদা হয়ে যাওয়ার পর দ্বিতীয় ধাপের ইঞ্জিন চালু হয় এবং প্রায় ৬  মিনিট চালু থাকে। দ্বিতীয় পর্যায়ে প্রায় ১৮৫ কিমি উচ্চতায় পৌঁছে দেয়। তারপর সেটাও আলাদা হয়ে যায়।

 তৃতীয় ধাপ Third Stage/S-IVB

তৃতীয় পর্যায় একটি J2 ইঞ্জিন দিয়ে তৈরি। এই পর্যায় ২৭৫ মিনিট চালু থেকে মহাকাশযানের গতি ঘণ্টায় ১৭৫০০০ মাইলে নিয়ে যায়। J2 ইঞ্জিন এই সময় থেমে যায় কিন্তু মহাকাশযানের সাথে সংযুক্ত থাকে, পরে আবার ইঞ্জিন চালু হয় এবং মহাকাশযানের গতিবেগ ঘণ্টায় ২৪৫০০০ হয়, জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর এই পর্যায় আলাদা হয়ে যায় বাকি মহাকাশযান থেকে।  

মহাকাশযানে প্রধানত দুটি অংশ আছে,

  • কমান্ড ও সার্ভিস মডিউল (Command and Service Module)

  • লুনার মডিউল বা চন্দ্রযান (Lunar Module)

 

কমান্ড ও সার্ভিস মডিউল (Command and Service Module) বা সংক্ষেপে CSM.

CSM প্রধানত দুটি অংশে বিভক্ত

  • কমান্ড মডিউল- নভোচারীদের কক্ষ, অপারেশান সিস্টেম

  • সার্ভিস মডিউল - এই অংশে ছিল পানি, জ্বালানি, প্রপালশন সিস্টেম ( রকেট) , হিলিয়াম, ফুয়েল সেল।

মহাকাশযান (Spacecraft)

  • কমান্ড ও সার্ভিস মডিউল

    CSM প্রধানত দুটি অংশে বিভক্ত

    কমান্ড মডিউল- নভোচারীদের কক্ষ, অপারেশান সিস্টেম

    সার্ভিস মডিউল - এই অংশে ছিল পানি, জ্বালানি, প্রপালশন সিস্টেম ( রকেট) , হিলিয়াম, ফুয়েল সেল

  • লুনার মডিউল বা চন্দ্রযান (Lunar Module)

    লুনার মডিউলকে ঈগল নামে ডাকা হয়, লুনার মডিউল চাঁদের কক্ষপথে পৌছার পর কমান্ড/সার্ভিস মডিউল থেকে আলাদা হয়ে চাঁদে অবতরণ করে। লুনার মডিউল প্রধানত দুইটি অংশে বিভক্ত, অবতরণ অংশ (Descent) ও আরোহণ অংশ (Asent) । অবতরণ অংশ কমান্ড/সার্ভিস মডিউল থেকে আলাদা হওয়ার পর চাঁদের পৃষ্ঠে অবতরণ করে একটি পুর্ন মহাকাশযান হিসেবে, কিন্তু নভোচারীরা চাঁদ থেকে ফেরত যাওয়ার সময় শুধুমাত্র লুনার মডিউলের উপরের অংশ রকেটের সাহায্যে চাঁদের ভূমি থেকে ফিরে এসে মুল মহাকাশযানের সাথে সংযুক্ত হয়। এই অংশকে আরোহণ অংশ বলা হয়ে থাকে, লুনার মডিউলের অবতরণ অংশ চাঁদের মাটিতে রয়ে যায়। আরোহণ অংশ মুল মহাকাশযানের সাথে সংযুক্ত হওয়ার পর , নভোচারীরা কমান্ড/সার্ভিস মডিউল চলে আসেন। আরোহণ অংশ তারপর মুল মহাকাশযান থেকে আলাদা হয়ে চাঁদের কক্ষ পথে রয়ে যায়, ধারনা করা হয়, পরবর্তি ১ থেকে ৪ মাসের মধ্যে সেটি চাঁদের মাটিতে আসড়ে পরে, যদিও নিশ্চিত করে বলা সম্ভব নয়।.


পৃথিবীতে ফিরে আসা

সকল নভোচারীরা জুলাইয়ের ২৪ তারিখে পৃথিবীতে নিরাপদে ফিরে আসেন। কমান্ড ও সার্ভিস মডিউলে চরে ৩ নভোচারী পৃথিবীর দিকে রাওনা হন, পৃথিবীর কক্ষপথে আশার পর সার্ভিস মডিউল আলাদা হয়ে যায় এবং নভোচারীরা কমান্ড মডিউলে অবস্থান করছিলেন। কমান্ড মডিউল পৃথিবীর বায়ুমণ্ডলে আসার পর, প্যরাসুটের সাহায্যে তারা অবতরণ করেন, নভোচারী সহ  কমান্ড মডিউল প্রশান্ত মহাসাগরে অবতরণ করে এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নভোচারীদের নিরাপদে জাহাজে নিয়ে আসে।

Reference

  1. Apollo 11 Mission Overview https://www.nasa.gov/mission_pages/apollo/missions/apollo11.html

  2. Lunar and Planetary Institute, Apollo 11 mission http://www.lpi.usra.edu/lunar/missions/apollo/apollo_11/

  3. NASA, Saturn V , https://www.nasa.gov/audience/forstudents/5-8/features/nasa-knows/what-was-the-saturn-v-58.html

  4. Smithsonian National Air and Space Museum https://airandspace.si.edu/explore-and-learn/topics/apollo/apollo-program/spacecraft/saturn_v.cfm

  5. Apollo 11 Lunar Module , NASA, http://nssdc.gsfc.nasa.gov/nmc/spacecraftDisplay.do?id=1969-059C

  6. Command and Service Module, NASA , http://nssdc.gsfc.nasa.gov/nmc/spacecraftDisplay.do?id=1969-059A