ইউরেনাস গ্রহ

নীল রঙের  ইউরেনাস সৌরজগতের সপ্তম গ্রহ ।  ১৭৮১ সালে উইলিয়াম হার্শেল প্রথম আবিষ্কার করেন, যদিও প্রথমে তিনি এই গ্রহকে ধূমকেতু বা তারা ভেবেছিলেন।

তথ্য

  • সপ্তম গ্রহ

  • সূর্য থেকে দূরত্ব ২৯০ কোটি কিমি

  • ১ ইউরেনাস  দিবস = ১৭ ঘণ্টা ১৪ মিনিট 

  • ১ ইউরেনাস বছর = ৮৪ বছর (পৃথিবীর) 

  • ইউরেনাসকে বলা হয় বরফ দানব , গ্রহের উপাদান পানি, মিথেন , অ্যামোনিয়া । গ্রহের ছোট কঠিন কেন্দ্র রয়েছে।

  • বায়ুমণ্ডলের উপাদান - হাইড্রোজেন, হিলিয়াম ও সামান্য মিথেন ।

  • উপগ্রহ - ২৮ টি

  • বলয়- অনুজ্বল বলয় আছে, আভ্যন্তরীণ বলয় সরু, বহির্ভাগের বলয় উজ্জল রঙের।

  • গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে।

  • প্রাণ নেই এবং প্রাণ ধারণের মত অনুকূল পরিবেশ নেই।

ইউরেনাসের নিরক্ষরেখা তার অক্ষের ( যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে ) সাথে প্রায় ৯০ ডিগ্রি কোণে অবস্থান করে। ধারনা করা হয়, অতীতে অন্য কোন গ্রহের সাথে সংঘর্ষের ফল এই অস্বাভাবিক কোণ ।

ইউরেনাস সৌরজগতের ২ টি বরফ দানবের একটি ( আরেকটি নেপচুন ) । বায়ুমণ্ডল প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত, সামান্য পরিমাণে মিথেন , পানি ও অ্যামোনিয়া রয়েছে। মিথেন গ্যাসের জন্য ইউরেনাসের রঙ নীল দেখায়। মিথেন গ্যাস সূর্যের আলো থেকে লাল তরঙ্গ অংশ শোষণ করে। ইউরেনাস বছরের প্রায় এক-চতুরতাংশ সময় সূর্য সরাসরি মেরু অঞ্চলে আলোকিত করে, এই সময় অন্য অংশে দীর্ঘ  অন্ধকার শীতকাল থাকে।

 বলয়

ইউরেনাস গ্রহে ২ সেট বলয় আছে। ১৯৭৭ সালে আবিষ্কৃত হয়েছে, আভ্যন্তরীণ অংশে  ৯ টি বলয় আছে, এই অংশটি সরু ও কৃষ্ণকায় । Voyager 2 নতুন ২ টি বলয়ের সন্ধান পেয়েছে। বহির্ভাগের বলয় উজ্জল রঙের।

উপগ্রহ

​২৮ টি জানা উপগ্রহ রয়েছে, উপগ্রহের নামসমূহ সেক্সপিয়ার ও অ্যালেক্সান্ডার পোপ এর বিভিন্ন চরিত্র থেকে নেওয়া।

1. Cordelia

2. Ophelia

3. Bianca

4. Cressida

5. Desdemona

6. Juliet

7. Portia

8. Rosalind

9. Mab

10. Belinda

11. Perdita

12. Puck

13. Cupid

14. Miranda

15. Francisco

16. Ariel

17. Umbriel

18. Titania

19. Oberon

20. Caliban

21. Stephano

22. Trinculo

23. Sycorax

24. Margaret

25. Prospero

26. Setebos

27. Ferdinand

ওবেরন ও টাইটানিয়া ইউরেনাসের বৃহত্তম উপগ্রহ। উইলিয়াম হার্শেল ১৭৮৭ সালে আবিষ্কার করেন। উইলিয়াম ল্যাসেল এরিয়াল ও এম্ব্রিয়াল নামে ২টি উপগ্রহ আবিষ্কার করেন , কুইপার ১৯৪৮ সালে আবিষ্কার করেন মিরান্ডা এবং বাকি উপগ্রহ গুলু নাসার মিশন দ্বারা আবিষ্কৃত হয়।


​তথ্য সূত্র 

http://solarsystem.nasa.gov/galleries/uranus-by-voyager-2

http://solarsystem.nasa.gov/planets/uranus/indepth