সৌরজগত

সৌরজগত মানে সূর্যের জগত, সূর্যের পরিবার, তার মধ্যে রয়েছে ৮ টি গ্রহ , ২৯০টি উপগ্রহ, অসংখ্য গ্রহাণু, ধুমকেতু , বামন গ্রহ, ছোট বড় বিভিন্ন শিলাপাথরের খণ্ড। বৈজ্ঞানিকভাবে বলতে গেলে বলতে হয়, সূর্যের মহাকর্ষ বলের প্রভাব বলয়ের অংশ হল সৌরজগত। সে ক্ষেত্রে সূর্যের প্রভাব বিস্তার করে অনেক দূর, উর্ট মেঘমালা অঞ্চল পর্যন্ত। সূর্যের ৮টি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, ঠিক সেই ভাবে সূর্য প্রতি ২৩ কোটি বছরে  মিল্কিওয়ে গালাক্সির কেন্দ্রে আবর্তন করে। সূর্য একটি বেশ সাধারন মানের নক্ষত্র, মিল্কিওয়ে গালাক্সির কেন্দ্র থেকে ২৬,০০০ আলোকবর্ষ দূরে রয়েছে। আনুমানিক ১০০ বিলিয়ন নক্ষত্র রয়েছে আমাদের মিল্কিওয়ে গালাক্সিতে, সূর্য তাদের মধ্যে একটি।

সৌরজগত সূর্য কেন্দ্রিক, সব কিছু সূর্যকে কেন্দ্র করে আবর্তন করছে। সৌরজগতের মোট ভরের ৯৯% ভাগ শুধু সূর্যের একার , সূর্যের কাছের ৪টি গ্রহে কঠিন ভূপৃষ্ঠ রয়েছে এবং বাকি দুরের ৪ টি গ্রহে কঠিন ভূপৃষ্ঠ নেই। সৌরজগতের বয়স আনুমানিক ৪৬০ কোটি বছর, সূর্য প্রতিনিয়ত পারমাণবিক ফিউসনের মাধ্যমে শক্তি উৎপাদন করছে, ভবিষ্যতে আরও ৫০০ কোটি বছর ধরে এই প্রক্রিয়াতে শক্তি উৎপাদন করতে থাকবে।

সৌরজগতের সীমা কতদুর? আগে আমরা বলেছি উর্ট মেঘমালা অঞ্চল পর্যন্ত, যা প্রায় ১ লক্ষ্ AU দূরে রয়েছে,  1 AU (Astronomical Unit) = পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৫ কোটি কিমি । তার পর সূর্যের মহাকর্ষ বলের প্রভাব অনেক কমে যায়। আবার যদি সীমানা ধরা হয় গ্রহের সীমা অনুযায়ী তাহলে বলা যেতে পারে নেপচুন ও কাইপার বেল্ট অঞ্চল পর্যন্ত। আবার যদি সূর্যের চৌম্বক ক্ষেত্রের শক্তি ধরা হয় তাহলে সেই সীমা হবে হেলিওস্ফের পর্যন্ত।

সৌরজগতের নিকটতম প্রতিবেশী হল, তিনটি তারার জগত নিয়ে গঠিত একটি নক্ষত্রজগত, যা ৪.২ আলোকবর্ষ দূরে আছে। আলফা, বেটা ও প্রক্সিমা সেনটরি হল তিনটি তারার এক জগত।

বয়স ৪৬০ কোটি বছর

গ্রহ ৮ টি

বামন গ্রহ ৫টি

উপগ্রহ ২৯০টি

ধুমকেতু ৩৯০০ টি

গ্রহানু ১৩ লক্ষ

সৌরজগত মিল্কিওয়ে গালাক্সির চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগে - ২৩ কোটি বছর।

গ্রহমালা

  1. বুধ

  2. শুক্র

  3. পৃথিবী

  4. মঙ্গল

  5. বৃহস্পতি

  6. শনি

  7. ইউরেনাস

  8. নেপচুন


সূর্যের কাছের ৪ টি গ্রহের কঠিন পৃষ্ট আছে , এদেরকে বলা হয় টেরিসটরিয়াল গ্রহ। বৃহস্পতি  ও শনি গ্রহকে গ্যাস দানব বলে, গ্যাস দিয়ে তৈরি বলে। ইউরেনাস ও নেপচুন- বরফ দানব বলে পরিচিত। কুইপার বেল্ট - নেপচুনের পর বরফ আচ্ছাদিত এলাকা। অধিকাংশ বামন গ্রহ সৌরজগতের এই  এলাকায় অবস্থিত। সৌরজগত মিল্কিওয়ে গ্যালাক্সির অরিয়ন বাহুতে অবস্থিত।

সৌরজগতের গঠন

নেবুলা তত্ত্ব

 

ইন্টার স্টেলার (আন্ত নক্ষত্র মণ্ডলীয় মেঘ ) মেঘের সংকোচন ( Contraction of interstellar cloud)

  • সৌরজগত প্রায় ৪৬০ কোটি বছর আগে গঠিত হয়েছে ,

  • মহাকর্ষ বলের প্রভাবে কম ঘনত্বের মেঘ ও ধূলিকণা এক জায়গায় জড় হতে থাকে

  • শুরুতে মেঘমালা কয়েক আলোক বর্ষ লম্বা ছিল , প্রথমিক দিকে কিছু অধিক ঘনত্ব সম্পন্ন মেঘ সংকোচন শুরু করে এবং পরে আস্তে আস্তে এই সংকোচনের গতি বাড়তে থাকে ।

  • মেঘের সংকোচনের কারণে মহাকর্ষ স্তীতিশক্তি গতিশক্তিকে রূপান্তরিত হয়। বিভিন্ন গ্যাসের কোনার সংঘর্ষের কারণে তাপ উৎপন্ন হয় । এই মেঘমালার কেন্দ্রের দিকে তাপ সবচেয়ে বেশি ।

  • এইভাবে একসময় কেন্দ্রের তাপমাত্রা প্রায় ১ কোটি ডিগ্রি তে উথেজায়, তখন প্রচণ্ড তাপের কারণে পারমানবিক বিক্রিয়া শুরু হয় ।

সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুন, তারপর থেকে শুরু হয় কাইপার বেল্ট এলাকা, এখানে রয়েছে অসংখ্য ছোট বড় পাথুরে খণ্ড, বরফ। এই এলাকা থেকে কিছু ধুমকেতুর উৎপত্তি হয়।

কাইপার বেল্ট থেকে আরও এগিয়ে গেলে শুরু হয় উর্ট মেঘমালা এলাকা। এই এলাকা আসলে অনেক বিশাল, ধারনা করা হয় ২০০০ AU থেকে ১০০,০০০ AU এলাকা ছড়িয়ে রয়েছে এই উর্টমেঘ এলাকা। ( 1 AU = Distance Between Sun and Earth). অধিকাংশ ধুমকেতু এই অঞ্চল থেকে আগত হয় বলে আনুমান করা হয়।

তথ্যসুত্র :