প্লুটো

সৌরজগতের একসময়ের নবম গ্রহ হিসেবে পরিচিত ছিল, যদিও এখন প্লুটোকে গ্রহ হিসেবে বিবেচিত করা হয় না, প্লুটোকে এখন বামন গ্রহ বা ছোট গ্রহ হিসেবে ধরা হয়। ১৯৩০ সালে ক্লাইড টম্বাহ প্রথম আবিষ্কার করেন।


সূর্য থেকে প্লুটোর গড় দূরত্ব প্রায় ৫৮০ কোটি কিলোমিটার , সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্রায় ২৪৮ বছর লাগে। প্লুটোর কক্ষপথ উপবৃত্তাকার, যার কারণে মাঝে মাঝে প্লুটো নেপচুনের কক্ষপথে চলে আসে (একটি কারন গ্রহ হিসেবে বিবেচনা না করার) ।

তথ্য

প্রকার- বামন গ্রহ

ব্যাস - ২৩৭৪ কিমি

পৃষ্ঠের তাপমাত্রা -২৩৫ ডিগ্রী সেলসিয়াস ( মাইনাস)

দিন-রাত ৬.৪ দিন (পৃথিবীর দিনের হিসেবে )

সূর্যকে আবর্তন বা প্লুটোর ১ বছর - প্রায় ২৪৮ বছর

উপগ্রহ - ৫ টি

অভিকর্ষ বল - পৃথিবীর মাত্র ৭%।

বায়ুচাপ - ১০ মাইক্রো বার ( পৃথিবীর বায়ুমণ্ডলের চাপ ১ বার )

বৈশিষ্ট্য

প্লুটো আকারে বেশ ছোট , চাদের প্রায় দুই- তৃতীয়াংশ , প্লুটো নিজের অক্ষে একবার ঘুরতে প্রায় ৬.৪ দিন সময় নেয় (পৃথিবীর পুর্ন ২৪ ঘণ্টা হিসেবে ) ।

উপগ্রহ

প্লুটোর সবচেয়ে বড় উপগ্রহ শ্যারন , আকারে প্রায় প্লুটোর অর্ধেক। ১৯৭৮ সালে শ্যারন আবিষ্কৃত হয়। শ্যারন প্লুটোকে ৬.৪ দিনে একবার আবর্তন করে এবং প্লুটো নিজের অক্ষে ৬.৪ দিনে একটি পুর্ন আবর্তন (মানে, প্লুটোর একটি পুর্ন দিন-রাত ) সম্পন্ন করে। এই কারণে শ্যারন সব সময় প্লুটোর এক জায়গায় দৃশ্যমান হয়, কখনও অবস্থান পরিবর্তন হয় না । এই ধরনের ঘটনাকে বলা হয় টাইডাল-লক (Tidel Lock) । প্লুটো ও শ্যারনের দূরত্ব প্রায় ১৯৬৪০ কিমি। শ্যারনের বায়ুমণ্ডল নেই।

শ্যারন ছাড়াও প্লুটোর আরও ৪টি উপগ্রহ রয়েছে, কিন্তু আকারে তারা খুবই ছোট।


উপগ্রহ

  • শ্যারন (Charon)

  • নিক্স (Nix)

  • হাইড্রা (Hydra)

  • কারবারস (Kerberos)

  • স্টিক্স (Styx)

 

নিক্স- নিক্স গোলাকার নয়, অনেকটা অনিয়মিত আকারের। এই উপগ্রহের তিনটি ভিন্ন ব্যাস পাওয়া গিয়েছে, ১০৮X৮২X৭২ কিমি।

হাইড্রা - এই উপরগহও গোলাকার নয় , ব্যাস ৮৬X৬৬ কিমি। এই উপগ্রহ শ্যারন থেকে বেশি উজ্জ্বল, যার কোন ভাল ব্যাখ্যা নেই।

তথ্য সূত্র
১, নাসা http://solarsystem.nasa.gov/planets/pluto/indepth