নেপচুন গ্রহ

সৌরজগতের অষ্টম ও সর্বশেষ গ্রহ। অন্যান্য গ্যাস দানবের মত নেপচুনও হাইড্রোজেন ও হিলিয়ামে পূর্ণ। ১৮৪৬ সালে নেপচুন আবিষ্কৃত হয়।

 তথ্য

  • দূরত্ব ৪৫০ কোটি কিমি ( 30.07 AU)

  • ১ নেপচুন দিবস = ১৬ ঘণ্টা

  • ১ নেপচুন বছর = ১৬৫ পৃথিবীর বছর

  • পৃথিবীর আকারের কঠিন কেন্দ্র থাকতে পারে

  • বায়ুমণ্ডলের গঠন হাইড্রোজেন , হিলিয়াম ও মিথেন

  • উপগ্রহ ১৩ টি

  • বলয় - ৬ টি

  • মহাকাশযান - Voyager 2

  • প্রাণ ধারণের উপযোগী নয়

আবিষ্কার

নেপচুন প্রথম গ্রহ যা গাণিতিক গণনার মাধ্যমে অনুমান করে আবিষ্কার করা হয়। ফ্রেঞ্চ গণিতবিদ Urbain Joseph Le Verrier প্রথম নেপচুনের অস্তিত্ব অনুমান করেন, ইউরেনাস গ্রহের অস্বাভাবিক পথ আবর্তন পর্যবেক্ষণ করে অন্য একটি অজানা গ্রহের অস্তিত্ব অনুমান করেন। ১৮৪৬ সালে Johann Gottfried Galle বার্লিন মানমন্দিরে নেপচুনকে খুঁজে পান। ১৭ দিন পর নেপচুনের সর্ববৃহৎ উপগ্রহ ট্রাইটন আবিষ্কৃত হয়।

 

বৈশিষ্ট্য

সূর্য থেকে প্রায় ৪৫০ কোটি কিমি দুরে অবস্থিত , নেপচুন সূর্যকে ১৬৫ বছরে একবার পরিভ্রমণ করে ( নেপচুন বছর ) । পৃথিবী থেকে অনেক দুরে থাকার কারণে খালি চোখে দেখা যায় না। নেপচুনে চৌম্বক ক্ষেত্র পৃথিবী থেকে প্রায় ২৭গুন বেশি শক্তিশালী । নেপচুনে গভীর বায়ুমণ্ডল রয়েছে , পৃথিবী সাদৃশ্য কঠিন কেন্দ্র আছে। বায়ুমণ্ডলে মিথেনের জন্য নেপচুনকে নীল দেখায়। গ্রহের বায়ুপ্রবাহ অনেক শক্তিশালী , পৃথিবী থেকে ৯ গুন ও বৃহস্পতি থেকে প্রায় ৩ গুন শক্তিশালী হতে পারে।

 নেপচুনের ৬ টি বলয় আছে।

উপগ্রহ


নেপচুনে জানা উপগ্রহের সংখ্যা ১৩ টি। ট্রাইটন নেপচুনে বৃহত্তম উপগ্রহ এবং অন্যান্য উপগ্রহের উল্টা দিকে নেপচুনকে প্রদক্ষিণ করে। এই উপগ্রহ অত্যন্ত শীতল , পৃষ্টের তাপমাত্রা প্রায় -২৩৫ ডিগ্রি সেলসিয়াস। নাসা প্রেরিত Voyager 2  ৬ টি উপগ্রহ আবিষ্কার করে। ধারনা করা হয়, ট্রাইটন একসময় স্বাধীন গ্রহ/বস্তু ছিল যা কিনা পরবর্তীতে নেপচুনের মহাকর্ষ বলে নিজের অক্ষে টেনে নেয় ।

1. Triton

2. Nereid

3. Naiad

4. Thalassa

5. Despina

6. Galatea

7. Larissa

8. Proteus

9. Halimede

10. Psamathe

11. Sao

12. Laomedeia

13. Neso


Reference:

http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Neptune

http://www.astro.cornell.edu/~randerson/Inreach%20Web%20Page/inreach/neptune.html