বুধ গ্রহ
দূরত্বের দিক থেকে সূর্যের নিকটতম , সৌরজগতের প্রথম গ্রহ ও আকারে সবচেয়ে ছোট গ্রহ। এই প্রাচীন কাল থেকেই মানুষ পর্যবেক্ষণ করে আসছে, প্রায় ৫০০০ বছর পুর্বে প্রাচীন সুমেরিয়া সভ্যতায় এই গ্রহের কথা বর্ণিত রয়েছে। সূর্যের নিকটতম গ্রহ বলে গ্রহের তাপমাত্রা অনেক প্রায় ৪৩০ ডিগ্রী । বুধ গ্রহের একদিন প্রায় পৃথিবীর ১৭৬ দিনের সমান আবার বুধ গ্রহের এক বছর সমান পৃথিবীর ৮৮ দিন। বুধ গ্রহের পৃষ্ঠে দাঁড়ালে সূর্যকে প্রায় ৩গুন বড় দেখাবে। এই গ্রহের কোন উপগ্রহ নেই বা শনি, বৃহস্পতি গ্রহের মত বেই বলয়।
সূর্য থেকে মাত্র ৫ কোটি ৬ লক্ষ কিমি দূরে অবস্থিত, সূর্য থেকে আলো যেতে ৩.২ মিনিট সময় নেয়। বুধ গ্রহের প্রায় ২০০০ কিমি ব্যাসার্ধের কেন্দ্র রয়েছে যা পুরু গ্রহের ব্যাসার্ধের ৮৫% ভাগ। এই গ্রহের ভূপৃষ্ঠ অনেকটা চাদের মত, অনেক খাদ দেখা যায় , যা হয়ত অতীত কালের উল্কা , ধুমকেতু বা অন্য বস্তু আসড়ে পড়ার কারনে তৈরি হয়েছে । দিনের বেলা তাপমাত্রা প্রায় ৪৩০ ডিগ্রী সেলসিয়াসে উঠে এবং রাতে -১৮০ ডিগ্রী সেলসিয়াসে নেমে যায়।
সূর্যের খুব কাছাকাছি থাকার কারনে বুধ গ্রহ পর্যবেক্ষণ করা বরাবরই কঠিন, এমনকি টেলিস্কোপ দিয়েও পর্যবেক্ষণ করা দুরূহ। উচ্চ তাপ, দিন ও রাতের তাপমাত্রার বিশাল পার্থক্য , উচ্চ কক্ষপথের গতি ইত্যাদি কারনে বুধগ্রহে মিশন পাঠানো বেশ কঠিন। যেখানে মঙ্গল গ্রহে ৫০ এর উপর মিশন পাঠানো হয়েছে (তার মধ্যে অনেক ব্যর্থ মিশন রয়েছে ) সেখানে বুধগ্রহে মাত্র ৩ টি মিশন পরিচালনা করা হয়েছে এই পর্যন্ত।
-
তথ্য
সবচেয়ে ছোট গ্রহ
সূর্য থেকে দূরত্ব ৫ কোটি ৮০ লক্ষ কিমি
বুধের ১ দিন বা নিজের অক্ষ আবর্তন করতে ৫৭ দিন সময় লাগে।
বুধের ১ বছর বা সূর্যকে আবর্তন করতে সময় নেয় মাত্র ৮৮ দিন।
বুধের অত্যন্ত হালকা বায়ুমণ্ডল , বায়ুমণ্ডলের উপাদান প্রধানত অক্সিজেন , হাইড্রোজেন , সোডিয়াম , হিলিয়াম এবং পটাসিয়াম।
কোন উপগ্রহ নেই।
কোন প্রাণের অস্তিত্ব নেই।
দিনের তাপমাত্রা প্রায় ৪৩০ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা -১৮০ ডিগ্রি সেলসিয়াস ।
মহাকাশ যান - Mariner 10 (1974) and MESSENGER (2011)
গ্রহের পৃষ্ট থেকে সূর্যকে দেখলে ৩ গুন বড় মনে হবে (পৃথিবীর সাপেক্ষে ) ।
-
বর্ননা
বুধ সূর্যের খুব কাছে থাকাত কারণে সরাসরি পর্যবেক্ষণ করা বেশ কঠিন , শুধুমাত্র সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ছাড়া। বুধ যখন সূর্য ও পৃথিবীর মাঝদিয়ে সূর্যকে প্রদক্ষিণ করে তখন সেটাকে ত্রান্সিত বলে। প্রতি ৮৮ দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে বুধগ্রহ, গতিবেগ ঘণ্টায় প্রায় ৫০ কিমি । বুধের এক সৌরদিবস পৃথিবীর ১৭৫ দিনের সমান (নিজের অক্ষে একবার আবর্তন ) ।
বুধের পৃষ্ট অনেকটা চাদের মত , খাল- খন্দে পরিপুর্ন। ধারনা করা হয়, অতীতে উল্কা এবং খুমকেতুর কারণে এই খাদের সৃষ্টি। খাদের পাশাপাশি অনেক সমতল ভূমি দেখা যায় , আরও রয়েছে উঁচু মাইল উচ্চতার মালভূমি। ঘনত্বের দিক থেকে পৃথিবীর পরেই বুধের অবস্থান। গ্রহের কেন্দ্রে রয়েছে ২০০০ কিমি ব্যাসার্থের কোর , যা কিনা মুল গ্রহের প্রায় ৮০ ভাগ। গবেষকরা ধারনা করেন বুধের কেন্দ্র আংশিক গলিত (তরল) । গ্রহের বহিঃ স্তর ৪০০ কিমি পুরু । বুধের অত্যন্ত দুর্বল চৌম্বক ক্ষেত্র রয়েছে , যা কিনা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মাত্র ১ শতাংশ।
চিত্রঃ BepiColombo মহাকাশযান থেকে তোলা বুধ গ্রহের ভূপৃষ্ঠের ছবি, ছবিটি ১৬৫ কিমি উচ্চতা থেকে তোলা। Image date: 4th Sept 2024. Credit:ESA
মহাকাশ যান
এখন পর্যন্ত ৩টি মহাকাশযান এই গ্রহ পর্যবেক্ষণ করেছে, Mariner 10 এবং MESSENGER ( NASA's MErcury Surface, Space ENvironment, GEochemistry, and Ranging)। Marriner 10 বুধ পৃষ্টের প্রায় ৪৫ ভাগ চিত্র ধারণ করে । MESSENGER মহাকাশযান ২০০৮-২০০৯ সালে ৩ বার কাছ থেকে পর্যবেক্ষণ করে এবং ২০১১ সাল থেকে বুধের কক্ষপথে রয়েছে। এই মুহুর্তে বুধপৃষ্টের প্রায় সম্পর্ন অংশ চিত্র ধারণ করা সম্পন্ন হয়েছে।
BepiColombo: ব্যাপি-কলম্বো মিশন, ইসা ( ESA- European Space Agency) ও জেক্সার (JAXA –Japan Aerospace Exploration Agency) যৌথ উদ্যোগে পরিচালিত এই মিশন। ২০১৮ সালের অক্টোবর মাসে ফ্রেঞ্চ গায়ানা থেকে রকেট উৎক্ষেপণ করা হয়। প্রায় ৭ বছর যাত্রা শেষ করে ২০২৫ সালের ডিসেম্বর মাসে বুধ গ্রহের পৌঁছাবে বলে আশা করা যায়।
পরিসংখ্যান
পেরিহেলিওন* - 46,001,009 km
এপিহেলিয়ান* - 69,817,445 km
গড় গতিবেগ (কক্ষপথে) - 170,503 km/h
গড় ব্যাসার্থ - ২৪৩৯ কিমি
আয়তন - ৬০,৮২৭,২০৮,৭৪২ কিমি৩
ভর - 330,104,000,000,000,000,000,000 kg (= ০.০৫৫ পৃথিবীর ভর )
ঘনত্ব- ৫.৪২৭ গ্রাম / সেমি৩
পৃষ্টের অভিকর্ষ বল - ৩.৭ মিটার / সেকেন্ড২ ( তুলনা- পৃথিবীর ১০০ পাউন্ড বুধের ৩৮ পাউন্ড )
মুক্তিবেগ - ১৫.৩০০ কিমি / ঘণ্টা
তাপমাত্রা - [-১৭৩/৪২৭] ডিগ্রি সেলসিয়াস
Last Update: 7/9/2024
Reference:
১। http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Mercury
২। ESA/BepiColombo