চিত্র – বামনগ্রহের ছবি। Credit: Wikimedia

বামন গ্রহ (ছোট গ্রহ Dwarft Planet)

এই ধরনের গ্রহ গোলাকার , সূর্যকে প্রদক্ষিণ করে কিন্তু আকারে বেশ ছোট । নেপচুনের পরে কুইপার বেল্ট অঞ্চলে অবস্থান। প্লুটো একটি বামন গ্রহের উদাহরণ। বামন বা ছোট গ্রহ মানে আকারে অন্য গ্রহের তুলনায় ছোট। বামন গ্রহ একটি নতুন সংজ্ঞায়িত শ্রেণী, বিজ্ঞানীরা অনেক নতুন ধরনের গ্রহ পর্যবেক্ষণ করেন এবং এই সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে। তাই ২০০৬ সালে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন গ্রহ ও বামনগ্রহের সংজ্ঞা নির্ধারণ করে, যার ফলস্বরূপ প্লুটো গ্রহ থেকে বামনগ্রহ শ্রেণীভুক্ত হয়। এই মুহূর্তে সৌরজগতে ৮টি গ্রহ ও ৫টি বামনগ্রহ রয়েছে।

তথ্য

  • কঠিন পৃষ্ট

  • সূর্যকে প্রদক্ষিণ করে

  • কিছু কিছু বামন গ্রহের উপগ্রহ আছে

  • কোন বলয় নেই

  • প্লুটো ও এরিস - এর পাতলা বায়ুমণ্ডল রয়েছে

  • প্রাণ ধারণের উপযোগী নয়

  • প্লুটো ২০০৬ পর্যন্ত গ্রহ হিসেবে স্বীকৃতি ছিল , তারপর প্লুটোকে বামন গ্রহ হিসেবে সংজ্ঞায়িত করা হয়।

বামন গ্রহের সংজ্ঞা  ( According to International Astronomical Union)

  • Orbits the sun.

  • Has enough mass to assume a nearly round shape.

  • Has not cleared the neighborhood around its orbit.

  • Is not a moon.

৫ টি স্বীকৃত বামন গ্রহ 

  • সেরিস Ceres  

  • প্লুটো Pluto

  • এরিস Eris

  • মাকি-মাকি Makemake

  • হাওমেয়া Haumea

প্লুটো

১৯৩০ সালে আবিষ্কৃত হয় , ২০০৬ সাল পর্যন্ত প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ হিসেবে গণ্য করা হত , কিন্তু পরে প্লুটো সাদৃশ্য অন্যান্য বস্তুর অস্তিত্ব পাওয়ায় প্লুটোকে বামন গ্রহ হিসেবে নতুন ভাবে সংজ্ঞায়িত করা হয়।

 তথ্য

  • সূর্যকে প্রদক্ষিণ করে , দূরত্ব ৩৭০ কোটি কিমি

  • প্লুটোর ১ দিন প্রায় ১৫৩ ঘণ্টার

  • প্লুটোর ১ বছর প্রায় পৃথিবীর ২৪৮ বছরের সমান

  • ৫ টি উপগ্রহ রয়েছে

  • হালকা বায়ুমণ্ডল রয়েছে

  • প্রাণ ধারণের উপযোগী নয়।

 

প্লুটো চাঁদের ব্যাসের দুই তৃতীয়াংশ , কঠিন ভু পৃষ্ট রয়েছে। প্লুটোর কক্ষ পথ উপবৃত্তাকার, ২৪৮ বছর সময় নেয় সূর্যকে একবার পরিভ্রমণ করতে। উপবৃত্তাকার কক্ষপথের কারণে প্লুটো মাঝে মাঝে নেপচুনের পথেরও আভ্যন্তরে চলে আসে। বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা, অভিকর্ষ বল পৃথিবীর ৬ শতাংশ। প্লুটোর চৌম্বক ক্ষেত্র সম্পর্কে বিশেষ কিছু জানা নেই, তবে ক্ষুদ্র আকার , অল্প মহাকর্ষ বল , ধীর গতির ঘূর্ণনে ধারনা করা যায় এই গ্রহের চৌম্বক ক্ষেত্র নেই। 

প্লুটোর বৃহত্তম উপগ্রহ শ্যারন , আকারে প্লুটোর প্রায় অর্ধেক। ১৯৭৮ সালে শ্যারন আবিষ্কৃত হয়। প্লুটো থেকে শ্যারনের দূরত্ব প্রায় ১৯,৫৯১ কিমি। শ্যারন প্লুটোকে ৬.৪ দিনে একবার প্রদক্ষিণ করে, শ্যারনের একপাশ সব সময় প্লুটোর দিকে মুখ করে থাকে।

 প্লুটোর উপগ্রহ

  • charon

  • Nix

  • Hydra

  • Kerberos

  • Styx

তথ্য সূত্র

​নাসা 

http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Pluto

http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Dwarf&Display=Sats

Ceres সেরিস



আরেকটি ডয়ার্ফ গ্রহ ( বামন বা ছোট গ্রহ) , ১৮০১ সালের পহেলা জানুয়ারী ইতালিয়ান বিজ্ঞানী জুসেপে পিয়াজি প্রথম সনাক্ত করেন। 

সূর্যকে আবর্তন করতে সময় নেয় ১৬৮১ দিন ।

আকার - ব্যাসার্ধ ৯৭৩ কিমি 

আকারে বেশ ছোট, এমনকি আমাদের চাঁদ থেকেও অনেক ছোট। 

অধিকতর গবেষণার জন্য নাসা মহাকাশযান ডন প্রেরণ করেছিল,  মহাকাশযান ডন এখন সেরিসের আবর্তন করে মূল্যবান তথ্য সংগ্রহ করছে।  

তথ্য সূত্র

১। নাসা https://www.nasa.gov/feature/jpl/new-ceres-views-as-dawn-moves-higher

এরিস

এরিস সৌরজগতের পাঁচটি স্বীকৃত বামন বা ছোট গ্রহের একটি, ২০০৫ সালে আবিষ্কৃত হয় এই বামন-গ্রহ। আকারে ছোট এই বামন-গ্রহ, পৃথিবীর মাত্র এক-পঞ্চমাংশ এমনকি আমাদের চাদের থেকেও ছোট এই এরিস। দুরত্তের দিক থেকে এটি সূর্য থেকে অনেক দূরে , প্রায় ৬৮ AU দূরে অবস্থিত, সূর্যের আলো পোঁছাতে প্রায় ৯ ঘণ্টা সময় নেয় ( পৃথিবীতে সূর্যের আলো আসতে প্রায় ৮ মিনিট সময় লাগে ) ।   এরিস সম্পর্কে আসলে খুব বেশি তথ্য জানা নেই , তবে ধারনা করা হয় এর পৃষ্ঠ পাথুরে এবং তাপমাত্রা অনেক কম, -২১৭ থেকে -২৪৩ ডিগ্রি সেলসিয়াস।

 

এরিসের এক বছর পৃথিবীর প্রায় ৫৫৭ বছরের সমান, মানে এরিসের একবার সূর্যের চারদিকে ঘুরতে ৫৫৭ বছর সময় লাগে। এরিস প্রতি ২৫.৯ ঘণ্টায় নিজের আক্ষে একবার আবর্তন করে। এখনো জানামতে এরিসের একটি ছোট উপ-গ্রহ রয়েছে , উপগ্রহটি ডিসনোমিয়া নামে পরিচিত।

এরিসের আবিষ্কার গ্রহ উপগ্রহের সংজ্ঞা নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয়, যার কারনে ২০০৬ সালে বৈজ্ঞানিরা গ্রহ ও উপগ্রহের নতুন সংজ্ঞা প্রদান করেন, যার ফলাফল হিসেবে প্লুটো তার গ্রহের উপাধি হারায়।

 

 

সুত্র - NASA, https://science.nasa.gov/dwarf-planets/eris/

চিত্র – হাবল টেলিস্কোপ থেকে তোলা বামনগ্রহ মাকি-মাকি ও তার উপগ্রহের ছবি, ২০১৫ সাল। Image Credit: NASA

মাকি-মাকি


সৌরজগতের কাইপার বেল্ট এলাকায় অবস্থিত এই ছোট গ্রহ, ২০০৫ সালে প্রথম আবিষ্কৃত হয়। সূর্য থেকে বেশ দূরে এই বামন গ্রহ , সূর্যের আলো এই গ্রহে যেতে সময় নেয় ৬ ঘণ্টা ২০ মিনিট। সূর্য থেকে ৪৫.৮ AU (1 AU = Distance between Sun and Earth) দূরে অবস্থিত। মাকি-মাকি সম্পর্কে আসলে অনেক কিছুই অজানা এখনো, তবে এর ভূপৃষ্ঠ অনেকটা লালচে-বাদামি রঙের। আনুমান করা হয় এর প্রিস্থে হিমায়িত মিথেন ও ইথেন রয়েছে। মাকি-মাকি প্রতি ৩০৫ বছরে সূর্যকে একবার প্রদক্ষিন করে ও নিজের অক্ষপথে একবার ঘুরে আসতে সময় নেয় ২২.৫ ঘণ্টা। জানামতে, MK 2 নামে একটি ছোট উপ-গ্রহ রয়েছে।

[1]

NASA, “Makemake - NASA Science,” science.nasa.gov. https://science.nasa.gov/dwarf-planets/makemake/ (accessed 2024).

হাওমেয়া

চিত্র – হাওমেয়া ও দুটি উপগ্রহ, কম্পিউটার সিমুলেসন Credit: NASA

বামনগ্রহ হাওমেয়া ২০০৩ সালে আবিষ্কৃত হয়, এই বামনগ্রহের অবস্থান নেপচুন গ্রহের পর কাইপার বেল্ট আঞ্চলে। হাওমেয়া অতি ছোট একটি বামনগ্রহ, ব্যাস মাত্র ১৭৪০ কিমি, যা পৃথিবীর সাত ভাগের একভাগ। সূর্য থেকে ৪৩ দূরে রয়েছে এবং সূর্যকে একবার প্রদক্ষিন করতে সময় নেয় ২৮৫ বছর। সূর্যের আলো হাওমেয়াতে পৌছাতে প্রায় ৬ ঘণ্টা সময় নেয়। এখনো পর্যন্ত হাওমেয়ার দুটি উপগ্রহ সনাক্ত করা গিয়েছে।

[1]

NASA, “Haumea - NASA Science,” science.nasa.gov. https://science.nasa.gov/dwarf-planets/haumea/ (accessed 2024).