গ্রহাণু

চিত্রঃ ডন নভোযান থেকে তোলা ভেস্তা গ্রহানুর ছবি। Image Credit: NASA

চিত্রঃ গ্রহাণু বলয় , প্রধান গ্রহাণু বলয় (মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে) , ট্রোজান এলাকা – বৃহস্পতি গ্রহের দুইপাশে। Credit: ESA/Hubble

পাথুরে, বায়ুশূন্য বস্তু যা মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যে অবস্থিত, সাধারণত আকারে ছোট। গ্রহানু হলো সৌরজগতের অংশ, ছোট গ্রহ, পাথুরে বস্তু যা সাধারনত মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহের মধ্যে অবস্থান। আনুমান করা হয় প্রায় ১৩ লক্ষ গ্রহানু রয়েছে। মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যের এই অঞ্চলকে  গ্রহানু বলয় বলে। বিভিন্ন আকারের গ্রহানু রয়েছে, ছোট যেমন মাত্র ১০ মিটার ব্যাসার্ধের আবার বড় আকারেরও গ্রহানু আছে যেমন ভেস্তা যার ব্যাসার্ধ প্রায় ৫৩০ কিমি। গ্রহানু সৌরজগতের সমসাময়িক, বয়স প্রায় ৪৬০ কোটি বছর। তবে গ্রহানু পৃথিবীর জন্য বিপজ্জনক হতে পারে যদি পৃথিবীতে আঘাত হানে, ঠিক যেমন ছয় কোটি ষাট লক্ষ বছর আগে ১০ থেকে ১৫ কিমি ব্যাসার্ধের একটি গ্রহানু পৃথিবীকে আঘাত হেনেছিল, যার ফলাফল হিসেবে আস্তে আস্তে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল।

 গঠন

কোন বায়ুমণ্ডল নেই , গ্রহাণু সাধারণত অনিয়মিত আকারের,

যদিও কিছু কিছু গ্রহাণু প্রায় গোলাকার।

গঠনগত দিক থেকে গ্রাহানু ৩ শ্রেণীর

​C- Type: (Chondrite) সবচেয়ে বেশি দেখা যায়, কাদা ও সিলিকেট শিলা দ্বারা তৈরি ।

সৌরজগতের অন্যতম আদি বস্তু।

 S- Type: এই ধরনের গ্রহাণু সিলিকেট ও নিকেল-আয়রন দিয়ে গঠিত।

 M- Type ধাতব গ্রহাণু ও নিকেল-আয়রন দিয়ে গঠিত।

অবস্থান

গ্রহাণুর অবস্থান মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যে, অঞ্চলটি গ্রহানু বলয় হিসেবে পরিচিত।

গ্রহানুর অবস্থানের উপর ভিত্তি করে গ্রহানুকে তিনটি ভাগে বিভিক্ত করা হয়

-         প্রধান গ্রহানু বলয় (Main Asteroid Belt)

-         ট্রোজান (Trojans)

-         পৃথিবীর নিকটবর্তী গ্রহাণু (Near-Earth Asteroids)

 

প্রধান গ্রহানু বলয় (Main Asteroid Belt)ঃ আগেই বলা হয়েছে যে এই বলয়টি রয়েছে মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যে। আনুমন করা হয় ১১ লক্ষ থেকে ১৯ লক্ষ গ্রহানু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বলয়ে।

ট্রোজানঃ এটি একটি বিশেষ এলাকা, প্রতি গ্রহের কক্ষপথের দুইটি অংশে সেই গ্রহের মহাকর্ষ বল ও সূর্যের মহাকর্ষ বল সমান, ঠিক এই কারনে ওই অংশে মোটামুটি স্থিতিশীল অবস্থায় থাকে, সেই অংশ ল্যাগ্রেঞ্জ পয়েন্ট নামে পরিচিত , পাঁচটি ল্যাগ্রেঞ্জ পয়েন্ট রয়েছে, তবে গ্রহানু শুধুমাত্র L4 and L5 ল্যাগ্রেঞ্জ পয়েন্টে পাওয়া গিয়েছে ।  মানে, যদি কোন বস্তু এই পয়েন্টে থাকে তাহলে মোটামুটি স্থিতিশীল অবস্থায় থেকে যাবে। বৃহস্পতি গ্রহের দুইপাশে অনেক গ্রহানু আটকে পড়ে আছে। প্রসঙ্গত উল্লেখ্যে যে, পৃথিবীরও ট্রোজান গ্রহাণু রয়েছে, ২০১১ সালে WISE মিশন এই গ্রহাণু সনাক্ত করে।

পৃথিবীর নিকটবর্তী গ্রহাণুঃ পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করে বলে এই নাম, নাসা এই ধরনের গ্রহানুর উপর নজরদারি করে থাকে।

গ্রহাণু মিশন 

​- ১৯৯১ মহাকাশযান Galileo 

- ১৯৯৩ মহাকাশযান Ida

- ​২০০৩,  Hayabusa (জাপান) 

- ২০০৭ , ডন (নাসা) 

- ২০০৮ , রোজেটা (ইউরোপ) 

- ২০১০ , Lutetia

​- ২০১৬ , OSIRIS-REx (NASA)

- ২০২২, ডার্ট (NASA)